
mohon sharif - dhumketu lyrics
[pre+chorus]
তোকে হারোনোরই বোঝা ঘাড়ে তুলি
আমি সবই ভুলি
তোকে হারোনোরই বোঝা ঘাড়ে তুলি
আমি সবই ভুলি
[chorus]
ধূমকেতুতে দেখে ধুম তা না
আমার ঘুম ভেঙে তুমি দুমকা দুলিয়ে
থমকে তো দাঁড়িয়ে থাকো
দম থামে যেন মোমবাতি নিভে
কোন পাশে তুমি
ভুলবশত চুপ সব
কল্পনা থেকে সুখ লাভ
প্রেমের গল্প থেকে আমি দূরে ভাগি
যত ঘুম ভাঙাতে উঠে জাগি
উঠে জাগি, উঠে জাগি
ঘুম ভাঙাতে উঠে জাগি
যত ঘুম ভাঙাতে উঠে জাগি
উঠে জাগি, উঠে জাগি
ঘুম ভাঙাতে উঠে জাগি
শুধু ভ্রম ভাঙাতে উঠে জাগি
[pre+chorus]
তোকে হারোনোরই বোঝা ঘাড়ে তুলি
আমি সবই ভুলি
জগৎ যে পুরো ধূলি
তোকে হারোনোরই বোঝা ঘাড়ে তুলি
আমি সবই ভুলি
জগৎ যে পুরো ধূলি
[chorus]
ধূমকেতুতে দেখে ধুম তা না
আমার ঘুম ভেঙে তুমি দুমকা দুলিয়ে
থমকে তো থাকো
দম থামে যেন
কোন পাশে তুমি
ভুলবশত চুপ সব
কল্পনা থেকে সুখ লাভ
প্রেমের গল্প থেকে আমি দূরে ভাগি
যত ভ্রম ভাঙাতে উঠে জাগি
Random Lyrics
- the smashing pumpkins - spaceboy - acoustic lyrics
- benjamin ingrosso - all my life (and then…) lyrics
- sacredxii - бросил (quit) lyrics
- esham - in my fury lyrics
- drefgold - ghostbuster lyrics
- brynne mershon - daughter lyrics
- newco - real soon lyrics
- lou miami & the kozmetix - to sir with love lyrics
- +junk!e - pilates! lyrics
- theriot (ru) - ищу тебя (looking for you) lyrics