mohon sharif - jontrona lyrics
Loading...
[verse 1]
আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে?
আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে?
দিনের শুরু থেকে
ভাবি শুধু তোমায় নিয়ে
মনে তবু এক কঠিন
যন্ত্রণার অন্ত নেই
[chorus]
মন থেকে কী করে ভুলে যাব তোমার ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে!
যন্ত্রণার অন্ত নেই
যন্ত্রণার অন্ত নেই
[verse 2]
আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি এখনও বাকি
আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি এখনও বাকি
কেন তোমার কথা এখনও কানে বাজে?
না বলা কথা গুলো রয়ে গেলো—
অসমাপ্ত
[chorus]
মন থেকে কী করে ভুলে যাব তোমার ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে!
যন্ত্রণার অন্ত নেই
যন্ত্রণার অন্ত নেই
Random Lyrics
- die bandits - if i were god lyrics
- lil litty - i swear i dont know officer lyrics
- john hammond - she's tough lyrics
- sylvie lewis - all his exes lyrics
- michael w. smith - here i am to worship [studio cut] lyrics
- carlos gardel - almagro lyrics
- shi - бессонница (kid cudi remix) lyrics
- frenetik - locks lyrics
- the ugly kings - little suzie lyrics
- mover shaker - latchkey lyrics