moruvumi - jiboner srote lyrics
Loading...
[verse 1]
জীবনের স্রোতে ছুটে চলেছি আমি
ডানা মেলা পাখির মতো
উড়তে চাই আমি নীল আকাশ জুড়ে
আরও চাই তোমার স্পর্শ
জীবনের স্রোতে ছুটে চলেছি আমি
ডানা মেলা পাখির মতো
উড়তে চাই আমি নীল আকাশ জুড়ে
আরও চাই তোমার স্পর্শ
[chorus 1]
তুমি আসবে কাছে আমার
তুমি থাকবে পাশে আমার
আসবে কাছে আমার
তুমি থাকবে পাশে আমার
[verse 2]
মনেরই অজান্তে ছিলে তুমি
আমার মনের আঙ্গিনায়
শয়নে স্বপনে ছিলে তুমি
এ মন তোমায় চায়
নিঝুম রাতে ওই দূর আকাশে
তারা গুলো যেমন জেগে রয়
সেই সুরে তেমনি তুমি
জেগে আছো মনে হয়
[chorus 2]
তুমি আছো কি পাশে আমার?
তুমি ভাব কি আজও আমায়?
আছো কি পাশে আমার?
তুমি ভাব কি আজও আমায়?
[chorus 1]
আসবে কাছে আমার
তুমি থাকবে পাশে আমার
আসবে কাছে আমার
তুমি থাকবে
[chorus 2]
আছো কি পাশে আমার?
তুমি ভাব কি আজও আমায়?
আছো কি পাশে আমার?
তুমি ভাব কি আজও আমায়?
Random Lyrics
- yung eli - vision lyrics
- dani fernández - te esperaré toda la vida lyrics
- borealis - from the ashes lyrics
- echo of fate - how do you sleep at night? lyrics
- collage (pl) - one of their kind lyrics
- kwon baker - the interlude lyrics
- apulanta - viime vuoden marraskuuhun lyrics
- tayofromohio - credits lyrics
- phil wickham - revelation song (live) lyrics
- loosh - nightclub politics lyrics