moruvumi - protikkhar prohor lyrics
Loading...
তোরে মন দিয়া, মন দিয়া
আগুন জ্বালাই যে মনে
মনের আগুন মনেই জ্বলেরে ।
বাড়ির ধারে সবুজ মাঠে
দুঃখ বিলাই পথে পথে ।।
তোর সুবাস মাখা ঘাসে
অঙ্গ বোলাই যে মনে
মনের আগুন মনেই জ্বলেরে
প্রহর গুনি তোর আশাতে
আসবি তুই আমার বুকে
তুই কি আর আসবি নারে
শূন্য হৃদয়ে মনে
মনের আগুন মনেই জ্বলেরে।
তোরে মন দিয়া, মন দিয়া
আগুন জ্বালাই যে মনে
মনের আগুন মনেই জ্বলেরে ।
Random Lyrics
- gift giver - loose cannon lyrics
- fard - stille post lyrics
- carlos ann feat. mariona aupi - otoño lyrics
- orgel sound j-pop - hitomi no screen lyrics
- karl jenkins - ave verum corpus lyrics
- littlefoot - casablanca lyrics
- chuck acid - r.i.p. lyrics
- benjamin ingrosso - good lovin' lyrics
- too much joy - sin tax lyrics
- calenraps - so far gone lyrics