moshiur bappy & nishi - chai shudhu tomake lyrics
Loading...
চুপিসারে আমার মনে
স্বপ্ন হয়ে আস ভোরে
ফুল হয়ে শুভ্র ছড়াও
আমার ভেতর বাহির জুড়ে
ও… চাই শুধু তোমাকে
সকাল, দুপুর, রাত, ভোরে
চাই শুধু তোমাকে
প্রতি প্রহর, প্রতি ক্ষণে…
ও… চাই শুধু তোমাকে
সকাল, দুপুর, রাত, ভোরে
আছ তুমি প্রেম হয়ে
আমার ভাবনার আকাশ জুড়ে
ও… চাঁদ হয়ে জোছনা ছড়াও
আঁধার ভূবন আলো করে
ও… চাই শুধু তোমাকে
সকাল, দুপুর, রাত, ভোরে
চাই শুধু তোমাকে
প্রতি প্রহর, প্রতি ক্ষণে…
হারিয়ে যাই, আমার আমি
তোমার প্রেমের অন্ধ মনে
ভেসে যাই সুখের স্রোতে
তোমার ঠিকানায় তরি বেয়ে
ও… চাই শুধু তোমাকে
সকাল, দুপুর, রাত, ভোরে
চাই শুধু তোমাকে
প্রতি প্রহর, প্রতি ক্ষণে…
চুপিসারে আমার মনে
স্বপ্ন হয়ে আস ভোরে
ফুল হয়ে শুভ্র ছড়াও
আমার ভেতর বাহির জুড়ে
চাই শুধু তোমাকে
সকাল, দুপুর, রাত, ভোরে
চাই শুধু তোমাকে
প্রতি প্রহর, প্রতি ক্ষণে…
Random Lyrics
- vera loca - serenata lyrics
- rozz dyliams - dance for the rain lyrics
- ariely bonatti - ele caminha contigo lyrics
- acid black cherry - fuyu no maboroshi lyrics
- miro casabella - o meu país lyrics
- rozz dyliams - brain weight lyrics
- cidinho e doca - dez mandamentos da favela lyrics
- birdman - championship pop bottles lyrics
- acima de tudo - quero te servir senhor lyrics
- boy pablo - never cared lyrics