mr. judge, real storm, rafsan and irfug - straight up bars lyrics
verse one (mr. judge)
আমার সম্রাজ্য তাফালিং ভাই ব্রাদার হুডের রাজ
তোমার জীবনের-যোবন শেষ কামাইতে বুঝতে এই ক্লাস
লিরিকালি ত্রাস সর্বনাশ!
সামনে খারাইতে লাগে পাস
মুখের বুলিতে যেইটা গুলিতে পৌছায় ভাই রেহাই নাই তোমার আজ।
চার চার টা মুখলুকাত জিবের বাড়িতে দেশে তোলপার
তর ভাবের ছিড়া খেতায় আগুন লাগাইয়া বাজান উইঠা পইরা দোড় পাড়
তর বিতিকের জিন্দেগি ফুয়েলে পুরাইয়া থাম খাইয়া যখন হাবা
তখন আমি লালনের সবুজ দেশে টানে ধ্যনে মগ্ন রাজা।
imma fly in the sky
এদিকে অদিকে bi-%es say hi
real eyes never lies
সত্যিতে মুক্তি পেতে চাই।
তর জিন্দেগি পুরাটা যখন হতাশায় দেইখা আমার হাসিভরা খমা
আর এই দিকে তখনি বেস্ত আমি খেলতে জীবন যুদ্ধের জুয়া।
ভন্ড জালালী তাবিজে চুদীয়াল খোকা কয় সবই এতীমখানা
বুঝ নূরার ল পড়া ছাল নাই কুত্তার নাম তার বাঘা
যাগা সন্নাসী বনে নাই ভাত এইবার ভিক্ষা কইরা খা যাহ!
মাথায় আগুন? দাওয়াত যমুনায় গলায় কলসি দিয়া ঝাপা!
আমিতো বুকাস যা ভাই মানলাম তর কথার হাজার দাম
আন্টির পোলা টু বান্দুবি ব্রাদার সব তর আমার লেইগা stan
জানি ভিতরেতে জালাপোড়া, জেলাস কুতুব দোড়ায় পালা
হারে হারে তগো চিনা যতপারস ঘৃনা চালা
তাজা খুনে মৃত হিংসা, লাফালাফি এবার থামা
লেভেল মাপ, ধুর পিছে যা বাচ্চা।
এইটা দুই হাজারা আঠারো পা’চাটা বাদ দিয়া নিজের চরকায় ল তেল!
তর বাবার কি দোষ তুই তো নিজেই পন্ডিত বয়সের আগেই চালাসস ব্লেড!
এই খাতরী গ্যাং এর পুরাটা কব্জা জবানে একশো একশো থ্রেট!
shout out to all my brothers from সোনার বাংলাদেশ।
verse two (real storm)
এই ল! যেদিকে তাকাই নাই শত্রু
সবাই ভাই ডাইকা পিছে থাইকা ছুরি মারে যারে দিবা ঠাই।
তাই জগতে চলে পাগল সিস্টেমে ফালাই
যত চদুর বুদুর ডরে মাওলার ধ্যানে পইরা যায়।
ভাই হাই ফাই, খাই খাই তোর আলগা ভাবে লাভ নাই
দেশি কুত্তা বিলেতি স্টাইল এ কইল “হাইফাইব”।
বাংলাদেশে আছি ভালা বেনসন আর চা খাই
ফাটাই যা ঘুড়ি ছাইড়া হাতের মধ্যে নাটাই।
উতরাইছে বংগে সাধক সব উতাসে গন্ধে
সোনার চান গ্যাং তো খাল্লি বাল্লি নিচের রুমে বাইন্ধা পালি সয়তান।
কাল বৈশাখ ঝড়ে যায়গা ভাইসা গাংগে
পিনিক এমনেই যাইতে চায়না তলে তেনা বান্ধে।
এবার হুইসেল বাজাই, পলা যা ডুকিস না জিগানো ছাড়া
এ জোনে যেই কয়টা থাকে সব কয়টার নজর খারাপ।
এ মরা দে পাড়া খাইতে মন চাইলে মারা
ধরলা কেন বল্লার বাসা কে লইতে কইছে পায়তারা।
অই! তোগ দুই চোক্ষের বিষ পাগল storm আইছে খারা কই?
পুরা শহর ভইরা সাংগ পাংগ এহন গেল কই?
চালু যা ভাইগা যা ভাইগা সীমানা ফাকা রাইখা
তোগ তো লাড়ে চারে সয়তান লাভ কি ভালা থাইকা!
f-ck, অয়তো ভেস্কি দিলেই দেশ ছাইরা যাইবোগা ভাইগা
you তোগ অনুভূতি হান্দায় রাখ সময় নাইকা।
আজকার লাইগা তাই যাইগা জিগা বিবেক রে ডাইকা
ভাই যা কয় ডাইরেক্ট উচিত কথা যায়গা মাইন্ড এ লাইগা।
verse three (rafsan)
we’re supposed to be the bad zone!
i’m supposed to be in a good mood!
you gotta give a check and confirm how big is my hood
imma making money each day, it’s a flue!
i heard your favorite rapper making moves?
they’re like whatchu doing? explain it! how do you do?
imma do that shakalaka y’all be like boom boom
i still can spit hundred verses like that, broom broom!
জানা কিছু চেহারা আমায় দিয়েছে তার মুল পরিচয়
না দেখা প্রতিচ্ছবি যেন আমায় তুলে ধরে অভিনয়।
আমার আত্মিক শব্দের সন্নিবেশ
মাথা নত করে মানি তার সব আদেশ
আমার উপরওয়ালার তৈরি সমাবেশ
আমি নিয়েছি গ্রহন করে সর্বশেষ।
i’m baking cannabis! (cannabis)
flexing on my money, see what it is! (what it is)
i got a gang to blow guess what it is? (what it is)
তোর সঙ্গী যদি আমায় চায় তুই পাঠায় দিস! (পাঠায় দিস)
খেলা খেলি আমি ওপেনে তুই খবর নিস।
তোর অউকাদ ছাড়া খমা দেখা দিস।
দিবো ক্রস্ফিয়ারে চালান দিয়া বুইঝা নিস।
না পাবি নাম ঠিকানা, it’s what it is!
verse four (irfug)
জগতে পাপী আমি চালাই পাপের কান্ডারী
বাকি সব খায়া খুঁইয়া সাইজা থাকে ভান্ডারী
নাটকে চলে দুনিয়া আমি করলে কাহিনী, হেই
এই খাড়া, লইয়া যা, লগে আসে ফুল বাহিনী।
এই চুপথাক, দূর-ভাগ, সাপুড়া বিষ দাঁত ভাইঙ্গা পালে কাল সাপ
তোর মত দুই চার টারে জন্ম দিতে লাগে না বাপ!
এমনের তে পয়দা হস উপরে আসমান তে টপকায়া;
বাপের আগে বাল ফালায়া শাহজাদা সাইজ্জা
মামা পার্ট এ এ এ এ!
২, ৪ টা পিল গালায়া কারেন্ট
মামা পার্ট এ এ এ এ!
কালা চশমা পইরা t-ssi লইয়া
তোর ভাবে আমি -তি, আস্তে আস্তে খুলী গুটি
তুইl তো এই রোড এ প্যাসেঞ্জার, আমি পার্মানেন্ট
কত টুরিস্ট দেখী!
আমি তোর জীবনে ভাইরাস, আমার মত থাকতে দে।
বাংলা তে বাংলা খায়া সবুজ লইয়া বাঁচতে দে।
অ্যান্টি ভাইরাস খুইজা পাবিনা যদি একবার চাইপা ধরি
ভাইব্রাদার ১০০, ১০০ পুররা বাংলাদেশ এ ঘাটি।
সবার রক্ত লাল, মাঝখান তে জাত টাই মাতাল।
খারাপের খারাপি সব চাল, দিন শেষ এ খোদার উপ্রে ঝাল!
সব মাগনা? পোলাপান সব চায়া থাকে মাগনা
সারাদিন পইরা ঘুম রাতে জাগনা
আবেগে আবিগী ভরপুর বাজনা, তোরে দেখলে লাগে তুই বাংলা চিনোস না!
বাংলা চিনোস না? এই বেটা তুই বাংলা বুঝোস না?
৩০ লাখ মানুষ মইরা বানাইসে যে বাংলা আজ তুই বাংলা জনোস না?
তোর কি দোষ তুই তো ভায়া ভাবস নিজেরে সুষ্ঠ নাগরিক!
বানাইসস পতাকা টা সবুজ; মাঝে গোলাপী ঝিলিক!
গোলাপী ঝিলিক, সবুজের মাঝে আজকে দেখি গোলাপী ঝিলিক!
গোলাপী ঝিলিক, সবুজের মাঝে আজকে দেখি গোলাপী ঝিলিক!
Random Lyrics
- cg5 - just another day lyrics
- chvse - the one lyrics
- juan carlos baglietto - la música del rio de la plata lyrics
- азриэль (asreal) - белый шум (white noize) lyrics
- the men they couldn't hang - kingdom of the blind lyrics
- some hear explosions - amazing lyrics
- sound food gang - do nada lyrics
- jorge ben jor - negro é lindo lyrics
- kob - land out of time lyrics
- milan628 - freestyle milan / elgringo / pacte / vietto lyrics