
murphy's paradox - sheetromoni lyrics
Loading...
দূরগামী শীতরমণী
রাতটা জাগি এসো
ভালোবাসা নেই
রয়েছে তারা+খসা স্টেশন
তুষারিত শিশুসেনা
অতীতে ছড়ানো
জিততে তাকে
ক্ষতি থেকে ক্ষতিতে গড়ানো
তোমারই মতো সে চলে
জোনাকি জড়াতো
সোনালি শহরে তারও
শ্বাসেরা হারাতো
তবু কেনো তুমি চুপ
এমন এ দোরগোড়ায় দাঁড়িয়ে
আমি জানি তুমি চলে যাবে
কিছু না জানিয়ে
তবু কেনো তুমি চুপ
এমন এ দোরগোড়ায় দাঁড়িয়ে
আমি জানি তুমি চলে যাবে
কিছু না জানিয়ে
আমি জানি তুমি চলে যাবে
কিছু না জানিয়ে
Random Lyrics
- ezra faello - procedimientos (diy) lyrics
- desam1 - gold digger lyrics
- jesienną nocą - romantyczność lyrics
- hage-o - eyeball stories lyrics
- rockin' squat - flashback periguso [remix] lyrics
- wifiskeleton - rehberh lyrics
- b-dynamitze - elas me lambem lyrics
- dúo ocampos vera y su conjunto los triunfadores - ipaha ne rovetame lyrics
- mc 張天賦 (cheung tinfu) - 筆友 (pen friend) lyrics
- g perico - foreign cars lyrics