nachiketa chakraborty - keno erokom kichhu holo na lyrics
Loading...
কেনো এরকম কিছু হলো না
কেও কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম
কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তুলে na
প্রিয় আঙ্গুল আর উল বুনে না
থেমে গেছে সব
উত্তর মিলছে কোথায়
কি লেখা শালিকের ডানায়
কার কোলে রাখবো মাথা
ফিরবো কোথায় তা জানি না
কেনো এরকম ধুলো জমে না
এই কষ্ট গুলো কমে না
চোখ তাকালেই যদি দেখতাম
ঢেকে গেছে সব
বহুতল স্বপ্নের মতো
কে কোন তলায় কে তা জানে
আমার দখলে শুধু
এক শূন্যস্থান এখানে
কেনো এরকম কিছু হলো না
কেউ কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম
কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তুলে নেয়
প্রিয় আঙ্গুল আর উল বনে না
থেমে গেছে সব
Random Lyrics
- quebonafide - ankh lyrics
- lady gaga - cake like lady gaga lyrics
- die amigos - sommer 65 lyrics
- sinead harnett - ally lyrics
- fletch - tiga pagi lyrics
- bossman pat - prove it lyrics
- mali music - i will lyrics
- clowns - these veins lyrics
- housefires - you are my peace (reprise) lyrics
- clowns - swallow your dreams lyrics