nachiketa - bondhu namo pothe lyrics
Loading...
বন্ধু নামো পথে কথা হবে যেতে যেতে,,
কতো কথা ছিলো এ হৃদয়েতে,,
ভেষে গেছে বেদনার স্রতে,,
বন্ধু নামো পথে কথা হবে যেতে যেতে,,
এ পথে পেয়েছি যা হারিয়েছি বেসি তাই সুধু ভাটাই,,
যদি পায় ভাষা বাজবে আজ আসা কেটে যাবে এই ধোয়াসা,,
এটুকুই চাওয়া এজীবনেতে হে এটুকুই চাওয়া এজীবনেতে,,
বন্ধু নামো পথে কথা হবে যেতে যেতে,,
বহু পথ পেরলাম আমি একা একা,,
তোমার দু চখে হবে নীল আকাশ দেখা,,
হৃদয়ের হয় যদি দেয়া নেবার থেমে যাবে তবে অসনির হাওয়া,,
আমার এই পথে নেই যে কোন পাপ ভালোবাসা ছিলো সুধুই অভিসাব,,
আজ তোমার এই হাত আনবে নতুন প্রভাত,,
বাজবে হৃদয় আবার রবিন্দ্রনাথ,,
এবার এক সাথে চলা জয়োরথে,,
বন্ধু নামো পথে কথা হবে যেতে যেতে,,
কথা হবে যেতে যেতে,,
বন্ধু কথা হবে যেতে যেতে,,
Random Lyrics
- cartel mc's - us pica du século lyrics
- bladee - party w me lyrics
- laura & anton - la vie en rose lyrics
- cradle of filth - achingly beautiful lyrics
- 혜정 - 사랑소녀 only you lyrics
- jana kratochvílová & armadeica - stribrni ptaci lyrics
- joão lucas & leandro - tô vendo tudo lyrics
- jhene aiko feat. dr. chill - oblivion (creation) lyrics
- coco morier - hallucination lyrics
- nik p. - engel haben flügel lyrics