nagar baul - eka lyrics
Loading...
অবশেষে জেনেছি মানুষ একা
নিজের কাছে নিজেই একা
অবশেষে জেনেছি মানুষ একা
নিজের কাছে নিজেই একা
এই সংসারে সবাই একা
কেউ বোঝে না কারো ব্যথা
তোমার কাছে তুমি একা
আমার কাছে আমি একা
মিছেই চোখে চোখ রাখা
আপন মনে আপন ভূবনে সবাই একা
এই জীবন ধুলোর খেলা
এই ভুবন মায়ার মেলা
শেষের পথে সেই একা….
দুঃখ দিয়ে দুঃখ ঢাকা
ভুল ছাপিয়ে দুখের নদী বয়ে চলে একা
এই জীবন ধুলোর খেলা
এই ভুবন মায়ার মেলা
শেষের পথে সেই একা….
অবশেষে জেনেছি মানুষ একা
নিজের কাছে নিজেই একা….
Random Lyrics
- the hard aches - i get like this lyrics
- kim larsen - om hundrede år lyrics
- viper solfa - whispers and storms lyrics
- giselli cristina - playback lyrics
- unfield - megmutatom ezeknek lyrics
- prince royce feat. n/a - tu príncipe lyrics
- kim larsen - en lille pose støj lyrics
- mohsen yeganeh - bekhand lyrics
- cupcakke - juicy coochie lyrics
- zabson - dreamworker lyrics