nancy feat. arefin rumi - valobashi tomay lyrics
Loading...
ভালবাসার প্রথম ফুল
ফুটেছে হৃদয়ে আমার
মনটাকে ছুঁয়ে দেখো
বলবে কথা তোমার
যদি ঝড়ও আসে আকাশে বাতাসে
তবু চাই তোমাকে পাশে…
যত তারা জ্বলে রাতে
যত ফুল পৃথিবীতে
তার চেয়ে বেশী
ভালবাসি তোমায়
সাদা মেঘ ভাসে নীলে
কত ঢেউ নদী জলে
তার চেয়ে বেশী
ভালবেসো আমায়
কি করে বলো থাকি
তুমিহীনা এ জীবন
হারালে তোমায়
হবে যে আমার মরণ
যদি ঝড়ও আসে আকাশে বাতাসে
তবু চাই তোমাকে পাশে…
যত তারা জ্বলে রাতে
যত ফুল পৃথিবীতে
তার চেয়ে বেশী
ভালবাসি তোমায়
সাদা মেঘ ভাসে নীলে
কত ঢেউ নদী জলে
তার চেয়ে বেশী
ভালবেসো আমায়
সাগর দেব পাড়ি
ডেকে দেখো তুমি একবার
রোদেলা আকাশ এনে দেব
হারাবে আঁধার
যদি ঝড়ও আসে আকাশে বাতাসে
তবু চাই তোমাকে পাশে…
যত তারা জ্বলে রাতে
যত ফুল পৃথিবীতে
তার চেয়ে বেশী
ভালবাসি তোমায়
সাদা মেঘ ভাসে নীলে
কত ঢেউ নদী জলে
তার চেয়ে বেশী
ভালবেসো আমায় ।।
Random Lyrics
- vixx lr - today lyrics
- anna sheridan - white horse lyrics
- shayea - ahmagh lyrics
- swagt tyjule - miss me (freestyle) (remastered) lyrics
- atlas - you're my world lyrics
- son classic - só eu sei lyrics
- jvg feat. ibe & deezydavid - nihee (feat. ibe, deezydavid) lyrics
- slykid - 5 foot 3 lyrics
- kinoko teikoku - 夜鷹 (yotaka) lyrics
- daniel caesar feat. h.e.r. - best part lyrics