azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

nancy feat. aurin - mutho vora swapno lyrics

Loading...

মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
একটু করে দাও না ছুঁয়ে হারাব চোখের তারায়
হুম হুম হুম হ…

মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
একটু করে দাও না ছুঁয়ে হারাব চোখের তারায়
ভালোবাসা হয়ে আমি থাকব তোমার মন পাহারায়
ভালোবাসা হয়ে আমি থাকব তোমার মন পাহারায়
মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
হুম হুম হুম হ…
এক মুঠো সুখ তোমার কাছে খুব করে চায়ছি পেতে
অনুভবের ডানায় চড়ে মনের দেশে চায়ছি যেতে
ও ও ও আ আ আ…
এক মুঠো সুখ তোমার কাছে খুব করে চায়ছি পেতে
অনুভবের ডানায় চড়ে মনের দেশে চায়ছি যেতে
ইচ্ছে আমার তোমার কাছে বারে বারে দু হাত বাড়ায়
মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
বলছি কি মন কাছে এসে আজ তুমি নাও না
শুনে
এই আমাকে সপ্ন করে দুটি চোখে নাও না বুনে
ও ও ও আ আ আ…
বলছি কি মন কাছে এসে আজ তুমি নাও না শুনে
এই আমাকে সপ্ন করে দুটি চোখে নাও না বুনে
ইচ্ছে আমার তোমার কাছে বারে বারে দু হাত বাড়ায়
মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
একটু করে দাও না ছুঁয়ে হারাব চোখের তারায়
ভালোবাসা হয়ে আমি থাকব তোমার মন পাহারায়
ভালোবাসা হয়ে আমি থাকব তোমার মন পাহারায়
মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়



Random Lyrics

HOT LYRICS

Loading...