nancy feat. aurin - mutho vora swapno lyrics
মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
একটু করে দাও না ছুঁয়ে হারাব চোখের তারায়
হুম হুম হুম হ…
মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
একটু করে দাও না ছুঁয়ে হারাব চোখের তারায়
ভালোবাসা হয়ে আমি থাকব তোমার মন পাহারায়
ভালোবাসা হয়ে আমি থাকব তোমার মন পাহারায়
মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
হুম হুম হুম হ…
এক মুঠো সুখ তোমার কাছে খুব করে চায়ছি পেতে
অনুভবের ডানায় চড়ে মনের দেশে চায়ছি যেতে
ও ও ও আ আ আ…
এক মুঠো সুখ তোমার কাছে খুব করে চায়ছি পেতে
অনুভবের ডানায় চড়ে মনের দেশে চায়ছি যেতে
ইচ্ছে আমার তোমার কাছে বারে বারে দু হাত বাড়ায়
মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
বলছি কি মন কাছে এসে আজ তুমি নাও না
শুনে
এই আমাকে সপ্ন করে দুটি চোখে নাও না বুনে
ও ও ও আ আ আ…
বলছি কি মন কাছে এসে আজ তুমি নাও না শুনে
এই আমাকে সপ্ন করে দুটি চোখে নাও না বুনে
ইচ্ছে আমার তোমার কাছে বারে বারে দু হাত বাড়ায়
মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
একটু করে দাও না ছুঁয়ে হারাব চোখের তারায়
ভালোবাসা হয়ে আমি থাকব তোমার মন পাহারায়
ভালোবাসা হয়ে আমি থাকব তোমার মন পাহারায়
মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
Random Lyrics
- cardi b - selfish (feat. josh x) lyrics
- manu guix - després de tot lyrics
- ar'mon and trey ft. lil perfect - for everybody ft lil perfect lyrics
- bad boys blue - make my dreams come true lyrics
- the rhythm method - something for the weekend lyrics
- diary of dreams - beast of prey lyrics
- rico nasty - phone lyrics
- god mother - no return lyrics
- briselas - noche sin estrellas lyrics
- highlight - can be better lyrics