nancy - hridoye hridoye lyrics
Loading...
তুমি কেমন করে গান কর হে গুণী,
অবাক হয়ে শুনি, কেবল শুনি।।
তুমি কেমন করে গান কর হে গুণী,
অবাক হয়ে শুনি, কেবল শুনি।।
সুরের আলো ভুবন ফেলে ছেয়ে,
সুরের হাওয়া চলে গগন বেয়ে,
পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে,
বহিয়া যায় সুরের সুরধুনী।
তুমি কেমন করে গান কর হে গুণী,
মনে করি অমনি সুরে গাই,
কণ্ঠে আমার সুর খুঁজে না পাই।
কইতে কী চাই, কইতে কথা বাধে;
হার মেনে যে পরান আমার কাঁদে;
আমায় তুমি ফেলেছ কোন্ ফাঁদে
চৌদিকে মোর সুরের জাল বুনি
তুমি কেমন করে গান কর হে গুণী,
অবাক হয়ে শুনি, কেবল শুনি।।
তুমি কেমন করে গান কর হে গুণী
Random Lyrics
- lophiile - common sense lyrics
- seasick steve - purple shadows lyrics
- combichrist - denial lyrics
- logic - the glorious five lyrics
- ruby imes - ain't your girl lyrics
- mylene farmer - histoire de fesses lyrics
- aura kasih - temani diriku (feat. mario zwinkle) lyrics
- mini mansions - vignette #2 lyrics
- lala lala - dream song lyrics
- emir hermono - sadd lyrics