neel dutt - mon kharaper bikele lyrics
মন খারাপের বিকেলে কেউ গলা সাধে না
কার্নিশে আর শালিক পাখি বাসা বাঁধে না
বাঁধে না, বাঁধে না
কান্না পেলে কেন আমি আর কাঁদি না
ভুবনডাঙার মাঠটা আমার গেল যে কোথায়
বোতামবিহীন শার্টটা আমার ছোট কেন হয়
জানি না, জানি না
বৃষ্টি এলে কেন আমি আর ভিজি না
মন খারাপের বিকেলে কেউ গলা সাধে না
কার্নিশে আর শালিক পাখি বাসা বাঁধে না
বাঁধে না, বাঁধে না
কান্না পেলে কেন আমি আর কাঁদি না
কান্না পেলে কেন আমি আর কাঁদি না
ভোর বেলাতে ভোর বেলা আমার
দেখা হয়ে ওঠে না যে আর
ভোর বেলাতে ভোরবেলা আমার
দেখা হয়ে ওঠে না যে আর
কে জানে কি কারণে
কে জানে কি কারণে
ভেজা ঘাসে খালি পায়ে আর হাঁটি না
হিজিবিজি ছবি কেউ আর তো আঁকে না
কোকিল আসে ছাদের কোণে, কিন্তু ডাকে না
ডাকে না, ডাকে না
মনের কথা মনে তো আমার থাকে না
মন খারাপের বিকেলে কেউ গলা সাধে না
কার্নিশে আর শালিক পাখি বাসা বাঁধে না
বাঁধে না, বাঁধে না
কান্না পেলে কেন আমি আর কাঁদি না
বৃষ্টি এলে কেন আমি আর ভিজি না
ভেজা ঘাসে খালি পায়ে আর হাঁটি না
Random Lyrics
- demrz - я не продамся lyrics
- ernie haase & signature sound - because he lives lyrics
- cory marks - devil's grin lyrics
- robin nosterafu - lonely boy in real life lyrics
- prezident - ausm funkloch (remix) lyrics
- nle choppa - freestyle 1 snippet lyrics
- emay - most valuable poet lyrics
- robb bank$ - thug motivation 430 lyrics
- troad - águas lyrics
- the briggs (band) - everyone's an actor lyrics