nemesis (bangladesh) - kobe lyrics
Loading...
কতো কথা ঝরে ছিলো এই পথে
তবে এতো কথা দিয়ে কি হবে?
যদি নাই দেখি এই পথ চলে
যদি নাই থাকি তোমারই হয়ে
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
আমি ফিরে দেখি ভাঙ্গা আয়নাতে
এই শেষ রাতের গল্পগুলোকে
মনেরই বন্ধ জানালাতে
কথাগুলো আজও হারিয়ে
তবে তোমার কথা শুনে
কতটা পথ দেখবো ঘুরে!
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে…?
কল্পনা আজ পেছনে ফিরে রয়
অন্ধ ভুবনে
কথাগুলো আজ জড়িয়ে একসাথে
অন্য কারও সুরে
♪
কবে এই কথা…?
কবে…?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে…?
♪
কবে এই কথা?
Random Lyrics
- mejiias - raramente extrañ0 lyrics
- closure in moscow - better way lyrics
- tenemos explosivos - desoquedad lyrics
- imo caesar - stars lyrics
- yung paninaru - haraway lyrics
- prince helgi - замовне вбивство (contract killing) lyrics
- va1e - erwachsen lyrics
- one ok rock - first love (day to night acoustic sessions) lyrics
- eyelids - runaway, yeah lyrics
- yummynoodz - don't want ur love lyrics