azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

nemesis (bgd) - biborno sroshta lyrics

Loading...

পেরিয়ে বহুদূর, আজ আমি আলোয়
পেছনে ফেলে সব, বিষণ্ণ প্রলয়
পেয়েছি নতুন সুর, বিবর্ন গানে
দেখেছি স্বপ্ন আবার, আচ্ছন্ন মনে

আজ আমি দুঃখ ভুলে, চলেছি কল্পলোকে
সৃষ্টিরই তীব্র লোভে, আবারও এই আমি

হারিয়ে ব্যস্ততায়, হয়েছি অবশ
ছায়ানীড়ের উপহাসে, ক্লান্ত বিবস
সময়ের স্থিরতায়, স্তব্ধতা নিয়ে
আঁধারের সীমানাতে, কষ্ট বিলিয়ে

আজ আমি দুঃখ ভুলে, চলেছি কল্পলোকে
সৃষ্টিরই তীব্র লোভে, আবারও এই আমি

আমার স্বপ্ন ভাঙ্গে, আজও কষ্ট নিয়ে
আমি দুঃখ আঁকি, আজও সাদা রঙে
জানি সবই, রুঢ় বাস্তবতা
জীবনে



Random Lyrics

HOT LYRICS

Loading...