
nemesis (bgd) - ghour lyrics
Loading...
[verse 1]
চলো উড়ে যাই
জানি তুমি আছো অপেক্ষায়
যাবে কোথায়?
মহাকাশের সীমানায়
রাতের তারায়
লুকিয়ে থাকবো দু’জনে
ঘুরে বেড়াই
[chorus]
আমাদের ঘোর যেন না কাটে
না কাটে, এই ঘোর যেন না কাটে
না কাটে, এই ঘোর যেন না কাটে
[verse 2]
জানি ফিরে যেতে হবে অবশেষে
বাস্তবতার এই ভিড়ে
কোনো মন্ত্র পরে অদৃশ্য হয়ে
যদি পারি থাকি লুকিয়ে
লুকিয়ে কেও যেন না খোঁজে
সময়ের হাত ধরে যাই ছুটে
[chorus]
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
[bridge]
চলো পেরিয়ে সবকিছু রেখে মহাকাশে এই ঘোরে
[chorus]
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
Random Lyrics
- kontrollverlust - still alive lyrics
- l0rna - imagina como soy lyrics
- morada - desenvolvendo amor lyrics
- b-dynamitze - marcas de batom lyrics
- summer brennan - matchbook lyrics
- holy k - paradise vibes lyrics
- o’neill mhaley - dirty lyrics
- -m- (fra) - ton écho (live 2005) lyrics
- paolo pietrangeli - io cerco l'uomo nuovo lyrics
- alfreda - lipstick lyrics