 
nemesis (bgd) - shesh gaan lyrics
Loading...
 
 
চাঁদের দড়ি দিয়ে বেয়ে উঠি
তারই আলো দিয়ে তোমায় খুঁজি
খুঁজতে গিয়ে আমায় আমি ভুলি
তবে তমায় পেয়ে আমি সুর তুলি
থমকে তাকিয়ে থাকি দাড়িয়ে
সুর খুঁজতে গিয়ে যাই হারিয়ে
শোনাব শেষ বারের মত এই সুর
এই ভাঙ্গা সুর দিয়ে যাব কতদূর?
থমকে তাকিয়ে থাকি দাড়িয়ে
সুর খুঁজতে গিয়ে যাই হারিয়ে
থমকে তাকিয়ে থাকি দাড়িয়ে
সুর খুঁজতে গিয়ে যাই হারিয়ে
শোনাব শেষ বারের মত এই সুর
Random Lyrics
- ax and the hatchetmen - new years lyrics
- alwayshighcity - no mercy 4 us lyrics
- hon akkori - xxx lyrics
- liljayfym - ''i need you the most'' lyrics
- bre morrissey - bb18 lyrics
- max gomez - new mexico lyrics
- lil seven barra - offline lyrics
- zyrtck - bla bla bla pt.4 lyrics
- khea - no se que esta pasandome lyrics
- humour - it happened in the sun lyrics