 
nemesis (bgd) - shomoy nei aar lyrics
Loading...
 
 
কে রাখেনি তারই কথা
আমি চাইনি তোমারই চাওয়া
কেউ আসেনি এ কারখানাতে
তোমার কথা শুনে যায় হারাতে…
কোনদিনও আমায় দেখে
কোনদিনও আমায় ভেবে…
সময় নেই আর সরে দাঁড়াবার
সময় নেই আজ ফিরে তাকাবার
সময় নেই আর কোনকিছু হারাবার
সময় নেই আর…
কেউ দেখেনি তোমার আগমন
কেউ বোঝেনি তোমার প্রয়োজন
কোনদিনও তোমায় দেখে
কোনদিনও তোমায় ভেবে…
সময় নেই আর সরে দাঁড়াবার
সময় নেই আজ ফিরে তাকাবার
সময় নেই আজ কোনকিছু হারাবার
সময় নেই আর…
এখন কি হবে
সবার দিকে তাকিয়ে
কত কি দেখার আছে
এই কারখানাতে…
সময় নেই আর সরে দাঁড়াবার
সময় নেই আজ ফিরে তাকাবার
সময় নেই আর কোনকিছু হারাবার
সময় নেই আর…
Random Lyrics
- okoye david ikechukwu - children of the most high jesus lyrics
- mdot 59 - type lyrics
- kwestaloud - ultimatum - dusttale: i miss you with lyrics lyrics
- фарфоровая (pocelain) - запомнили (remember) lyrics
- ccf arise - daydayawenka lyrics
- leonardo angelucci - all you can eat lyrics
- mizeb - 040 lyrics
- i wont go into a kastle - #dogpound shit!! lyrics
- celina fang - everyone is anyone lyrics
- zielone żabki - teraz już za późno lyrics