nemesis - abar dekha hobe lyrics
Loading...
বোঝে কে তোমায়?
আছে কে কোথায়?
তারই এক কথায়
থাকবো কল্পনায়…
কি ভেবে চলে গেলে?
কার ইশারায় কোথায়?
দেখা হবে কি?
দেখা হবে কি?
দেখা হবে কি?
আবার?
তোমার ডাক শুনে
সূর্য জেগে ওঠে
তোমার হাসিতে
চাদঁ যায় লুকিয়ে…
কি ভেবে চলে গেলে?
কার ইশারায় কোথায়?
দেখা হবে কি?
দেখা হবে কি?
দেখা হবে কি?
আবার?
তুমি কি এক তারা হয়ে
আছো এক কোণে?
নিচে দেখো তাকিয়ে
আমারা কতজনে,
উড়ে বেড়াও…
ঘুরে বেড়াও…
উড়ে বেড়াও…
তোমার কল্পনায়…
দেখা হবে কি?
দেখা হবে কি?
দেখা হবে কি?
দেখা হবে কি?
দেখা হবে কি?
দেখা হবে কি?
আবার?
Random Lyrics
- nelly moukoko - nzambe lyrics
- sierra kidd - cobain lyrics
- j-dubb - i dont care! lyrics
- shift feat. jo - taci inima lyrics
- indios - asfalto lyrics
- machine gun kelly - the gunner lyrics
- quavo - paper over here lyrics
- fellatia geisha - the limit lyrics
- fabían corrales - me tienes loco lyrics
- зара - yarim senden ayrılalı lyrics