nemesis - hajar bochhor lyrics
Loading...
হাজার বছর পেরিয়ে
আমি আজ এখানে
কতদূর যেতে হবে
নাকি চিরদিন রব এভাবে?
সবকিছু কোলাহলে
সময় থাকে দাঁড়িয়ে
আমার এই দুর্ভাগ্যে
কেউ আছে কি এখানে?
আর কতদিন ধরে রব এখানে?
কবিতার মাঝপথে
এসে দাঁড়াই না ভেবে
এখন আর কি হবে
আমি থাকি বন্দী হয়ে…
আর কতদিন ধরে রব এখানে?
আর কত জোর করে আমাকে বন্দী রাখবে?
যায় দিন যায় রাত
যায় রঙহীন সাত
যায় দিন যায় রাত
আছে শুধু দীর্ঘশ্বাস…
আমি ভেবে ভেবে
ছুটে চলি দূর দেশে
অজানা প্রান্তে, অজান্তে
অরণ্যের মাঝে
হঠাৎ করে দেখি দু-চোখ
তাকিয়ে আছে, তাকিয়ে আছে…
আর কতদিন ধরে আমাকে বন্দী রাখবে?
যায় দিন যায় রাত
যায় রঙিন সাত
যায় দিন যায় রাত
আছে শুধু দীর্ঘশ্বাস
Random Lyrics
- yamine - love lyrics
- asher roth - album version (edited) lyrics
- emu youth - lights lyrics
- ночные снайперы - разбуди меня lyrics
- daniela bessia - crazy lyrics
- fellatia geisha - gun at graduation lyrics
- graham blvd - brandy (you're a fine girl) [from "guardians of the galaxy 2"] lyrics
- toprak kardeşler feat. ayaz - sana sormalı lyrics
- foster feat. allen - it's almost tomorrow lyrics
- grezia epiphania - bawaku bersamamu lyrics