nihon - kotatti lyrics
verse 1
কিরে আতা গাসের তোতা
তর চাক্কু দেহি ভোতা
উন্নিশ বিশ অইলে তর মোক আমার জোতা।
কেয়ামতের আলামত, সাপেই দেখবি বিন বাজায়
এইডি হুইন্নাই ফাল পারে স্বঘোষিত তিন রাজায়।
মোহের কতা জিন্না যায়,জায়গা মতো বিন্দা যায়।
সামনে আইলে চামসামি, পিঠপিসে নিন্দা চায়।
এডিরে মনডা চায় কারন ছারাই মারি।
আয়হায় খবর লইয়া দেহি মাইনকার উদ্দারচর বাড়ি।
এন্দা গুদারা ঘাট,বরফকল ঘাট সামনে গেলে বন্দর ঘাট
যেনেই যাবি আংগো লোক তর আলগা ফাপরি বদ্দ রাক।
নগরখানপুর,পুকুর পার,সরদার পাড়া বউ বাজার
হস্পিটাল রোড, মেট্রোহল, সামনে গেলে ডন চেম্বার।
অল্প শিক্ষায় দোষ নাই, (নাই)
বেশি শিখলে হোশ নাই। (নাই)
চোরের মার বড় গলা কতার মিদ্দেই জোশ নাই।(নাই)
কাহিনি ও আগেরটাই
বাহিনী ও বাঘেরটাই
আন্ডারগ্রাউন্ড আসমানে মানে বাকি ঘুড্ডি বাগেট্টাই।
chorus
নিজে বাছলে বাপের নাম
নিজে ফাসলে বাপের কাম
জিনিস পাতির চরা দাম
গরীব খালি হালায় ঘাম।।
ধান্দার মাল খাইয়া fine
আবার আমগো হিগাস আইন?
কিরে বাইনের ঘরে বাইন।।
verse 2
এই দেশে জ্বীন ছারাই যে হালায়
অরেই ধরসে জ্বীনে
আগের দিন বাগে এহন শয়তান শয়তান চিনে।
মাইনকায় ইনে, হিনে, যিনেই পাইবো কিনে
টাল্লি বাল্লি করতে করতেই ডুইব্বা গেসে ঋনে।
পরের খাইয়া বাসে,পরের পিন্দা নাসে
শুক্কুর শুক্কুর করবো কিয়ের গীবত গায় পাসে।
পিসলা মাসের, বিলাই চায় সমাদান
ও আইচ্ছা নিজের বাড়ির গাভী দেইক্কা কম আতান?
হোনের ভাই যার মনে যা, ফাল দা ওডে তা
যুইতের গান গাইলে গা,নাইলে যেনে মন চায় যা।
উইযে কিরা কাডে চোরে আর একিন করে ধোরে
তগো কিশোর গ্যাং কোরে?
হেডম যার যার বাড়ির মোরে।
কানা বগির দলে একবার ভর্তি ওইলেই চলে।
পরের গেলে জাউজ্ঞা ভাই নিজের গেলে জ্বলে
জলের উরপে ভাইসসা কি লাভ ডাইলের মজা তলে
ডিজিটাল বাংলাদেশেও ডিপের কাম চাপ কলে।
outro
চিন্না রাখ মানিক আমরা বাংলাদেশ আন্ডারগ্রাউন্ড।
চালু চালু বাড়া সাউন্ড।।
নিতাইগঞ্জের তে খানপুর মানে আন্ডারগ্রাউন্ড।
চালু চালু বাড়া সাউন্ড।।
Random Lyrics
- keskin - tetikler konuşsun* lyrics
- waysee - on the verge lyrics
- highbaby [hun] - hightech lyrics
- 0arid - bad lyrics
- roskush - amor bandido lyrics
- nelward - trippin on a hole in the sky lyrics
- hey! say! jump - だいすきなきみへ (daisuke na kimi e) lyrics
- alektra - gorgina lyrics
- natural gas (uk) - i believe it's love lyrics
- mass murder - soaked in semen lyrics