
nikhita gandhi feat. anupam roy - bangali maacher jhol (from "maacher jhol") lyrics
পেটের চিন্তায় কাটছে বার মাস
বোরিং জীবন মজার অক্টোপাস
সেই মজায় আমিও আছি
সুযোগ এলো
সুযোগ আসছে ওই
সবাই চাইছে কিন্তু পাচ্ছে কই?
তাই কেমন চুপসে আছে
কলা পাতা দিয়ে রেখে ঢেকে চল না
রেসিপিতে বেশি কিছু পাওয়া গেল না
নুনে আর হলুদে মিশে স্বাদ আরও বাড়ে কিসে
দূর ছাই
আমি কি পাড়ব বানাতে?
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
যা বানাচ্ছি মনে হচ্ছে ননসেন্স
তলানিতে ঠেকেছে কনফিডেন্স
তাও কড়াই ভরছি তেলে
আসল রান্নার পদ্ধতিটা কি?
মনের কথা বলার চালাকি
নিজেকে দেব ঢেলে
কলা পাতা দিয়ে রেখে ঢেকে চল না
রেসিপিতে বেশি কিছু পাওয়া গেল না
নুনে আর হলুদে মিশে স্বাদ আরও বাড়ে কিসে
দূর ছাই
আমি কি পাড়ব বানাতে?
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
Random Lyrics
- lil yachty - untitled (lil boat 2) lyrics
- isyana sarasvati - gelora lyrics
- pj morton - sticking to my guns lyrics
- caca handika - dewa amor lyrics
- devin santi - mxmxry lyrics
- sam feldt - show me love lyrics
- self defence - represent lyrics
- albert dyrlund - smuk uden filter lyrics
- el buscador - en la eternidad lyrics
- dramma feat. леша свик & особенный - я её lyrics