nirjo habib - nirghum raat lyrics
রাত নির্ঘুম, বসে আছো তুমি
দক্ষিণের জানালা খুলে,
যত নির্বাক অভিমান মনে,
আজ সবটুকু নিলাম তুলে।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু’চোখে তারায় তারায়।
রাত নির্ঘুম, বসে আছো তুমি
দক্ষিণের জানালা খুলে,
যত নির্বাক অভিমান মনে,
আজ সবটুকু নিলাম তুলে।
চুপচাপ ঝরছে শিশির কণা,
রাতের পাখিরা সব গান গেয়ে যায়।
নিশ্চুপ বাতাসে তোমার স্মৃতি,
আমার গানের সুরে দূরে ভেসে যায়।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু’চোখে তারায় তারায়।
রাত নির্ঘুম, বসে আছো তুমি
দক্ষিণের জানালা খুলে,
যত নির্বাক অভিমান মনে,
আজ সবটুকু নিলাম তুলে।
গুন গুন গুঞ্জন মনের কোণে,
আসবে তুমি বলে মেঘ উঠেছে।
স্বপ্নিল এই ক্ষণ যখন তখন,
বিদ্রোহী মন আজ জেগে উঠেছে।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু’চোখে তারায় তারায়।
রাত নির্ঘুম, বসে আছো তুমি
দক্ষিণের জানালা খুলে,
যত নির্বাক অভিমান মনে,
আজ সবটুকু নিলাম তুলে।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু’চোখে তারায় তারায়।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু’চোখে তারায় তারায়।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু’চোখে তারায় তারায়।
Random Lyrics
- nella kharisma - kangen lyrics
- betty moon - temple diablo lyrics
- blowfuse - another wasted mind lyrics
- betty moon - hunger pants lyrics
- betty moon - come into my light lyrics
- tristyn leach frank radice - i dont want to ride the wave lyrics
- rintik hujan - pergilah saja, aku tak peduli lyrics
- abay motivasinger - sang penggenggam hujan lyrics
- blowfuse - fantasy society lyrics
- rintik hujan - hai bahri lyrics