azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

nishash - zakaria street lyrics

Loading...

[verse 1]
লজ্জায় করা বলিদান, আমায় পাওয়ার আশায় দিন গুনতো কুন্তী
নিঃশ্বাস মানে necessity, শ্বাস আটকালে আমার মূল্য বুঝবি
mass গিলি আমি black hole, physics বুঝিস ক্ষুদ্র পুটকি?
jason x তোর মধু কে hydro তামাকে জ্বালিয়ে ফুকবো+
দিস না খুচরো যুক্তি!
পুটকিতে খুব তো পুরকি!
তোর সতী ভাগ হয় একান্ন ভাগে
প্রায় প্রতি রাতে আয় টুকরো খুঁজবি
দ্বাপর যুগ আমি ক্ষত্রিয় আর তুই হলি বাড়া শূদ্র, বুঝলি?
gun sounds+এর দীপাবলি, এলাকা উষ্ণ, ঢুকবি?
কালি জিভ বের করে দেখে আমায়
কারণ এটা হলো আমার রুদ্র মূর্তি
এই দু’টো চোখ প্রেমে ডুবে যেতো
তাই তৃতীয় নয়নে থাকতো রক্ত
ওই non+binary b+tch+ও জানে
তুই number game+এ আর্য্যভট্ট
তিন ছয় ছাড়া কিছু নেই তোর
শূন্য গুনবি?
তো দিস না খুচরো যুক্তি!
open +এ shootবো বুঝলি?
তোর বাবার ভেঙে যাওয়া ঘড়ির মতো
তুই টিক টিক করে উল্টো ঘুরবি
বাজারের মাঝে মরবি কারণ জিনগত তুই বাজারি আর
এটা beef হলে এই street গুলো হতো zakaria
[skit]
666 ওদের sneak diss +এ mention করছে
blue, 2022+এ nishash+এর দুই বছর আগের একটা ex কে বিয়ে করেছে
আর ও নিজের বউ কে প্রত্যেকদিন লাগায়
এই মহৎ কাজটার জন্য triple six+এর crew member+দের
একটা badge of honor দেওয়া হোক
যাতে ওরা at+least নিজের বৌদিকে সম্মান করতে পারে

[verse 2]
হ্যাঁ রে জন্মের তফাৎ আমাদের, আমার গোত্রই হলো রাক্ষসের!
আমি marinate করি জিভ দিয়ে তোর main b+tch+এর কাঁচা মাংসকে
তোকে দেখতে লাগছে p+ssy+র মতো schrödinger+এর বাক্সতে
আমি prominence না, এটা গল্প না কোনো fake ass threat, মার+ধরের
এটা গল্প হচ্ছে ধার শোধের পুরো rap scene+টাই জানতো রে
ওর মতো rapper আমার d+ck এর উপর বসে উঠবোস করে কান ধরে
আর jason x তুই ডাকছিলি শোনা আজ যাকে বাবা
সেও তোর main b+tch +এর উপরেই দিতো মাঝ রাতে থাবা
anuz ছেলে মারা গেলে কষ্ট হয় চার কাঁধ লাগে দাদা
তোদের কুকুরের গলায় leash টা না এখন সাত পাকে বাঁধা
ওই বামুন b+tch+এর শখ কত, এই, চাঁদ টাকে নামা!
পাপ্পু বসীর+হাটে এসে গাড়িটা না একটু মাঝখানে থামা
তিনটে ছয় মারবো bat নিয়ে এসে মাঝ মাঠে দাঁড়া
শোন 666+এর ওই প্রথম ছক্কা টা না মার খাবে বাঁড়া
তিন ছয় gang+এ কে rat+চোদা এই রহস্যটা আমি একা খুলি?
blue +এর cap+এর তলায় বসে চুল টেনে ওকে চালায় jason যেন ratatouille
আমি সত্যি বলছি মধু সাদা শাড়ি পরে ভাববি কেন এখন একা তুই
তোর manchild টাকে ক্ষমা করে দেওয়ার একটা কারণ আমায় দ্যাখা তুই
jin+কে জন্ম দিয়ে ওর মা+টা না কি এখন i+pill গিলে নেশা করে?
গাঁর মারা খেয়ে পিঠে ছুরি মেরে তাই রাতে ধোন চুষে নেতা ধরে
চন্দননগর ঘাটে ঠাপ খাওয়ার পরে ওই মাগী+মেগো দু’টো যেটা করে
bangla rap scene+এ আমার মাথার crown
আমার শিরদাঁড়া, আমার লেখা গড়ে
[outro]
নিঃশ্বাস trigger দাবালে মরে না ওকে মারতে লাগে বুকের পাটার জোড়
আমার বাংলা rap scene কে একটা secret জানানোর ছিলো
prominence +এর বাবার নাম আসলে somsubhro acharya
আর jason, আমি শুনলাম তোর ex+girlfriend কে night clubs+এ বাজানো হচ্ছে
ওহ! এইগুলো বললে তো তুই আবার কেঁদে ফেলবি
যাই হোক, কাঁদিস না, কারণ আমি দেখতে চাই তুই রেগে গেলে কী করিস
তুই সেটা আমাকে দেখা, ঠিক আছে?
তোদের প্রিয়
নিঃশ্বাস



Random Lyrics

HOT LYRICS

Loading...