nishash & seelabel - kichu na, thak. lyrics
[verse 1]
প্রতীক্ষাতে
বসে ছিলাম ভাগীরথীর পাড়ে
পড়ে গেছি ভাবি গভীর খাদে
শুধু ক্ষতি পড়ে আছে ক্ষতির হাতে
আমি প্রতিরাতে দরজা খোলা রাখি
ভাবি দরজা দিয়ে নদী যদি আসে
আর আমায় দেখে নদী যদি হাসে
আর স্রোতের টানে তোর ক্ষতিগুলো
আমায় ভুলে গিয়ে রাতে যদি ভাসে
আমি প্রতিরাতে থাকি প্রতীক্ষাতে
আর মুহূর্তরা থাকে ঘড়ির হাতে
আমি হেঁটে বেড়াই অবনতির সাথে
তুই আঁকড়ে বসে আমার অতীতটাকে
আর অতীত ছাড়া সত্যি বলতে
কিছু বাকি নেই এই শরীরটাতে
[verse 2]
শীতকাল!
আমি ঝড়ের মধ্যে
তোর মিথ্যা কথাগুলো ঘরের মধ্যে
তুই নিশ্চুপ
যেন ঝড়ের সন্ধ্যে
তুই নিষ্ঠুর
চোখে জলের জন্যে
প্লিজ চুপ কর
আমি খুচরো হতাম বাড়ি ফিরবি বলে
তোর মূল্য বুঝতে গিয়ে তুচ্ছ হলাম
হাতে শুকনো গোলাপ রং চিনিয়ে দিলো
তবু টুকরো গুনতে গিয়ে টুকরো হলাম
ভাঙা কাচের মতো
ভালোবাসতে পারি না আর আগের মতো
চিতার আগুনে জ্বলা কাঠের মতো
ছেড়ে যাওয়া কোনো এক হাতের মতো
কে যেন তোর খুব কাছের হতো?
ঠোঁটে রাখা তোর নিঃশ্বাসের মতো
ভালোবাসে পারি না আর আগের মতো
তবু অন্ধ লোকটা তোর অন্ধকারে সেই শোক হারালো
এই খেলার মধ্যে ভাঙা কাচের থেকেও তোর ঠোঁট ধারালো
[interlude]
হ্যাঁ রে!
তোর খারাপ লাগে না?
তোর মনে হয় না যে; আমার মতো মানুষেরও দুঃখ, কষ্ট থাকতে পারে?
যাই হোক
[verse 3]
বিছানাটা খুব বড় লাগে আজ
তোকে ছাড়া একা শুতে পারবো না
স্মৃতিগুলো হলো মুহূর্তদের ছেলে খেলা
আর ছুঁতে পারবো না
তুই ছিলি আমার বাড়ি+ঘর
রোজ এঁকে দিতাম তোর বুকে আলপনা
ওই গুলো তুই মুছে দিস আমি ক্লান্ত
আমি ধুতে পারবো না
কাজলটা না ঘেঁটে গেছে খুব
চলে যাওয়ার আগে মুছে যাস ওটা
মৃতদেহ জানে ভালোবাসা
তাই তোর চোখে আর ডুবে থাকবো না
মেনে নেবো আমি ভেঙে গেছি
আর অভিনয়ে করে জুড়ে থাকবো না
মাত্রা ছাড়িয়ে ভালোবেসে গেছি
তোকে আর এতো দূরে ডাকবো না
কিছুটা আরো কিছুটা রাত
পিছুটান ছাড়া কিছুটা থাক
কিছু কথা বলা বাকি ছিলো
তোকে চুপ করে থাক কিছুটা আর
তোকে আজও আমি মনের ভিতরে+
[outro]
কী হলো? বল!
কিছু না, থাক
Random Lyrics
- khayri bedwars - rise lyrics
- frvrfriday - hitscan lyrics
- ベイビーレイズ japan (babyraids japan) - ワハハ (wahaha) lyrics
- jxkk - new lyrics
- all saints collective - holy holy holy lyrics
- alekset - sport lyrics
- للّا فضة - negma - نجمة - lella fadda lyrics
- nada mrehić nane - opraštam ti sve lyrics
- bodah revy - home by dawn lyrics
- ocarth - cry for you lyrics