
nishash, zeay & deaddrxppp - suzuki. lyrics
[intro]
(seelabel)
ayush has a land rover
he has a mini cooper যার পেছনের সিটে বসে আমরা make+out করেছি
by the way তোর কাছে কি আছে?
[chorus: nishash]
suzuki
মানে settle কর b+tch, ku+ku কী?
বাঁড়া কোকিল এসে বলে ঘুঘু কী?
b+tch আমায় ওর salty জল দেখে ভালোবেসে ডাকে fubuki
তুমি এমনি এমনি হও চুদু কি?
আরে হিসেব কর বাল! two, two, three
মুখ ভিজে গেছে my bad
আমি p+ssy দেখলে আগে থুতু দি?
[verse 1: nishash]
আয় লা আমি বড় হু+হু heat
league+এ নেই তুমি বড় শু+শু ছি
তফাৎ এটা আমি মাথা নত করে বুকের পাটা রাখি উঁচু কি?
শুধু শুধু তুমি থুতু চেটে করো প্রার্থনা ভিড়ে
ছারপোকা মুখে ঠিক পারলো না নিতে!
ছাড় বোকাচোদা তোকে side এ ডাকলে
মানে স্বার্থ না? insect, light+এ আসবে
mic+এ এলে না কি পারবো না? কি রে?
হেসে+খেলেই পিঠে হয়ে চর্চা তোর
বাবু, বাবা ডাকে বাবা, কাকা, বড়দা তোর (মানে?)
মানে, আমি মারা শুরু করে দিলে হবে সব শেষ
বেঁচে যাবে চিরুনির খরচা তোর
দামী গাড়ি নিয়ে এলি কি কি জিতে?
বাঁড়া শিখিনি যে আমি বিধি+নিষেধ
আমি busy ছিলাম এই জীবনের slideshow, p.p.t তে
তোদের hehe+haha আর hickey এর নিচে
তোরা কষ্ট লোকা আমি লিখি নিজের
আমি নিশির রাতের কোলে easy হিসেব!
[chorus: nishash]
suzuki
মানে settle কর b+tch, ku+ku কী?
বাঁড়া কোকিল এসে বলে ঘুঘু কী?
b+tch আমায় ওর salty জল দেখে ভালোবেসে ডাকে fubuki
তুমি এমনি এমনি হও চুদু কি?
আরে হিসেব কর বাল! two, two, three
মুখ ভিজে গেছে my bad+
[verse 2: zeay]
drift মেরে মাঠে ঘুরে suzuki কি?
শখ খুবই যাবে ও room অবধি ঠিক
flagships আছে অনেক call করে ও+
দিয়ে খুনসুঁটি করে রাতে সুপুত্রীটি
যেতে ready, শুধু বল one, two, three (sheesh)
mirror set করে look vooks দিয়ে দি
bt খেয়ে ও স্মৃতির দামে, এক রাতে, এক দানে
driving seat, সাথে মুকুট দিয়ে দি
steering ছিলো b+tch এর হাতে
একটা parking খুঁজে brake মারে
victim সেজে uno খাটে reverse করে
হিসেব জলের করে, পরে মেঘ ডাকে
b+tch rattle করে viper
আমার গান শুনে hyper
ও নদী আমার bed+rock করে
পরে missing যেনো lighter (ayo)
[pre+chorus: zeay]
gang শুধু room এ বসে shroom করে
nine to five bore করে কলম হাতে ঘুম ধরে
b+tch এর p+ssy pop করে, যখন pill bloom করে
mehfil ও আমার হলে kolkata হাত তুলে groove করে
[chorus: zeay]
suzuki
মানে settle কর b+tch ku+ku কি?
বলে metal ধরে আয় ফুঁ+ফুঁ দি
ওর bills due f+ck crеdit card, she likes cash+
[verse 3: deaddxrppp]
su zu ki
মানে তোর b+tch নিতে গেলে রাতে নেবে শুধু দেখি (h mmm hmm neat)
বড় bеd sheet দেখে লাগে moshpit রাতে একই
boom boom sh+t?
তোর position দেখে মনে পড়ে fibonacci
তোকে গণিত দি?
এক থাবড়া তে ভুলে যাবি প্রাক্তন কি?
deaddrxppp, zeay, nishy
তাই তাপমাত্রা টা আরো বাড়তে থাক!
scene সব ভাইপোরা fake god
তাই deaddrxppp হাতে দুটো লাঠি নিয়ে ধরবে সাপ
কার তিনটে বাপ? যার melodrama শুনে ভারী জলবে ঝাঁট, পড়বে থাপ্পড়
মরবে না করলে চাপ, পঁচবে জাত
চোদাবি না! বেশি চোদালে যে দুটো ফেলবো লাশ!
দেখে লাগে মাগী সব dummy
homie হবি বলে মামা দেবে হামী
রাতে পাকা মামনি টা হলে chubby
ওর daddy আমায় যে call করে
উনি জানে না যে ওর কোলে আমি
বলে যাবি কিছু বলার হলে
downfall হলে তুই খোয়ে যাবি
এই d+ck টা তো তোর ভালো লাগে!
তোর চড়ার হলে এসে চড়ে যাবি
Random Lyrics
- ikkimel - lass den hund raus* lyrics
- zupay - corvette ( lyrics
- ill gordon & uncle jonh iii - you know lyrics
- alloise - i found you lyrics
- iliner - dude! it's so over! lyrics
- siivagunner - miispy lyrics
- отравленный (timarhhhh) - твои глаза (your eyes) lyrics
- ricky shayne - high dee ho lyrics
- javier cali - señal lyrics
- lil sixshotta - i’m gon’ mob lyrics