oblique - aloron lyrics
Loading...
অনেক ছাপশূন্য ভোর হতে দেখেছি
আমার রাজপথে অনেকজন একসাথে
রঙবিছিন্ন ট্রাফিক বাতির আলোয়
আঁকড়ে ধরে রেখেছি জানালাটাকে
আমাদের দেয়ালে ঘড়ি করে চলে
আবেগমুক্ত অসময়গুলো গননা
সকালের মৃদু শীতে
শিশির বিন্দু নিয়ে পদচারনা
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
তোমার চুপচাপ মনের চিৎকার
আমরাও শুনি কষ্টে হাসো যখন
ছায়ারা সরবে না, জেনো, যখন তখন
আরম্ভের ডাক, তুমি নির্বাক
তোমার চেতনার অবাধ্য সম্মোহন
সামনে তাকাবার সময় হবে কখন?
তোমার আশার গানে বসুক তোমারই সুর
কেন চোখেতে শঙ্কা এমন?
দুর্বোধ্য গল্পতে আসুক আলোড়ন
আলোর মিছিলে করো বিচরণ
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
Random Lyrics
- sera - biarkan semesta memilih lyrics
- 林二汶 (eman lam) - 聽說 (ting3 syut3) lyrics
- vale nicole - diamanti lyrics
- t deniro - next in lyrics
- dolu kadehi ters tut - sevdin diye mi lyrics
- foreign da-neece - 6lack 1993 lyrics
- teejayx6 - business owner lyrics
- kruddtheguru - mytimeistoogreattobewasted lyrics
- rho huncho - yeezy lyrics
- lil tjay - misunderstood (remix) lyrics