oblique - aloron lyrics
Loading...
অনেক ছাপশূন্য ভোর হতে দেখেছি
আমার রাজপথে অনেকজন একসাথে
রঙবিছিন্ন ট্রাফিক বাতির আলোয়
আঁকড়ে ধরে রেখেছি জানালাটাকে
আমাদের দেয়ালে ঘড়ি করে চলে
আবেগমুক্ত অসময়গুলো গননা
সকালের মৃদু শীতে
শিশির বিন্দু নিয়ে পদচারনা
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
তোমার চুপচাপ মনের চিৎকার
আমরাও শুনি কষ্টে হাসো যখন
ছায়ারা সরবে না, জেনো, যখন তখন
আরম্ভের ডাক, তুমি নির্বাক
তোমার চেতনার অবাধ্য সম্মোহন
সামনে তাকাবার সময় হবে কখন?
তোমার আশার গানে বসুক তোমারই সুর
কেন চোখেতে শঙ্কা এমন?
দুর্বোধ্য গল্পতে আসুক আলোড়ন
আলোর মিছিলে করো বিচরণ
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
Random Lyrics
- l’as (fra) - pull up lyrics
- gillan - move with the times lyrics
- andy williams - sherry! lyrics
- dragonex - when i see your face, my eyes light up brighter than the sun lyrics
- lee si eun - 다시 오나 봄(spring again) lyrics
- kead - revenge i$ $weet a$ pu$y lyrics
- gionni grano & gionni gioielli - gianni agnelli lyrics
- kerry ellis - take that look off your face lyrics
- zubi - faaji lyrics
- rapture ruckus - in crowd (david thulin remix) lyrics