
oblique - ojothai lyrics
Loading...
অনেক দূরে তোকে ছেড়ে
অচেনা মানুষের ভিড়ে
কোনো এক নতুন শহরে
প্রতিদিন তোর কথা ভাবি
মনে এখনও তোর ছবি
একলা জানালাতে চাঁদের আলোয়
তোর চুলে কি এখনও মাতাল হাওয়া খেলে?
তোর মুখে কি এখনও জাগে হাসি ক্ষণে ক্ষণে?
তুই কি এখনও ভিজিস বৃষ্টিতে?
কখনও কি আমায় ভাবিস তুই আনমনে?
কখনও বুঝিনি, কখনও ভাবিনি
হারিয়ে গেলি তুই কোথায়, কখন
কখনও বুঝিনি, কখনও ভাবিনি
হারিয়ে গেলি তুই কোথায়, কখন
প্রতিদিন তোর কথা ভাবি
মনে এখনও তোর ছবি
একলা জানালাতে চাঁদের আলোয়
তোর চুলে কি এখনও মাতাল হাওয়া খেলে?
তোর মুখে কি এখনও জাগে হাসি ক্ষণে ক্ষণে?
তুই কি এখনও ভিজিস বৃষ্টিতে?
কখনও কি আমায় ভাবিস তুই আনমনে?
আনমনে…
তোর মুখে কি এখনও জাগে হাসি ক্ষণে ক্ষণে?
কখনও কি আমায় ভাবিস তুই আনমনে?
Random Lyrics
- peso peso - splashin in miami lyrics
- akb48 - ハロウィーン・ナイト - halloween night lyrics
- kähinäpate - luulot boys lyrics
- mastu - smegma lyrics
- cruz cafuné & wos las palmas - solo quiero lyrics
- daskeladden - i kveld er du en tier lyrics
- second thoughts - parachute lyrics
- kontroll csoport - kicsinek látszol innen lyrics
- ryan velvet - genevieve, la vie! lyrics
- jabez z - life (intro) lyrics