obscure (band) - majhrate chad jodi lyrics
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি
আকাশের বুক চিরে যদি ঝরে জল
বুঝে নেবো আভিমানে তুমি কেঁদেছো
আকাশের বুক চিরে যদি ঝরে জল
বুঝে নেবো আভিমানে তুমি কেঁদেছো
সরোবরে যদি ফোটে রক্তকমল
অনুভবে বুঝে নেবো মান ভেঙেছো
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি
রুপালি বিজলি যদি নীরব থাকে
কেঁদো না, ভেবো শুধু আমি তো আছি
রুপালি বিজলি যদি নীরব থাকে
কেঁদো না, ভেবো শুধু আমি তো আছি
স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে
বুঝে নিও আমি আছি কাছাকাছি
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি
Random Lyrics
- i, the machine - about a girl lyrics
- blue encount - ta・wa・ke lyrics
- diciembre 32 - fiesta en la ciudad lyrics
- larnelle - first love lyrics
- custard - take the skinheads bowling lyrics
- cold hart - cuts on my hands lyrics
- sevi rin - patek philippe 2 lyrics
- kilo ali - get on the good foot lyrics
- the waiting - pretty little liar (feat. cody francis) lyrics
- andrwmaars - nighne lives matter (feat. brianthasensei) lyrics