obscure - aibar shesh hok lyrics
শেষ বার এস হাতে হাত রাখি,
শেষ কথা হোক বসে মুখোমুখি
শেষ বার এই চোখে রাখ চোখ,
ভুলে যেতে দাও আগামির শোক!
এইবার শেষ হোক সব জানাজানি –
ভুলগুলো সব তুমি জানো আমি জানি!
এইবার শেষ হোক এই পথচলা,
বুকে জমে থাক না বলা সেই কথামালা!
এইবার ভুলে যাও এই আমাকে-
ভুলে যেতে দাও চেনা সেই তোমাকে!
শেষ বার ছুঁয়ে যাও এই আমাকে,
ভুল যত পড়ে থাক স্মৃতির বাঁকে!
এইবার শেষ হোক সব জানাজানি –
ভুলগুলো সব তুমি জানো আমি জানি!
এইবার শেষ হোক এই পথচলা,
বুকে জমে থাক না বলা সেই কথামালা!!
চেনা সুরে চেনা গানে আর বেঁধো নাহ-
চিরচেনা এই আমায় করো অচেনা।
আঁড়ালেই থাক যত বেদনা বিধুর,
আঁড়ালেই পড়ে থাক চিরচেনা সুর!
এইবার শেষ হোক সব জানাজানি –
ভুলগুলো সব তুমি জানো আমি জানি!
এইবার শেষ হোক এই পথচলা,
বুকে জমে থাক না বলা সেই কথামালা।
শেষ বার এস হাতে হাত রাখি,
শেষ কথা হোক বসে মুখোমুখি
শেষ বার এই চোখে রাখ চোখ,
ভুলে যেতে দাও আগামির শোক!
এইবার শেষ হোক সব জানাজানি –
ভুলগুলো সব তুমি জানো আমি জানি!
এইবার শেষ হোক এই পথচলা,
বুকে জমে থাক না বলা সেই কথামালা!
Random Lyrics
- ceeingee - rhymes from hell lyrics
- youno heisenberg - voilà lyrics
- aleekskohlmeier - ah men läjte så lyrics
- kathy taylor - the corinthian song lyrics
- lil wayne - off off off lyrics
- hande yener - biri kaybediyor lyrics
- oda - robot love lyrics
- chvrches feat. hayley williams - bury it lyrics
- mazzi tak - and i... lyrics
- rt mallone - 42 (kaytranada freestyle) lyrics