obscure - jhum brishti lyrics
বুকের ভিতর জলেরমত ছিল্কে পরছে শোক চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হক…
মেঘের জলে মন যদি তর হত মেঘের মত আমার মতো তুই ও জলে ভাসতি আবিরত…
হক বৃষ্টি হক বৃষ্টি হকনা ঝুম বৃষ্টি কুয়াশাতে যাক না ভিজে যাযাবর বৃষ্টি…
হৃদয় থেকে জলের মত ছল্কে পড়ুক শোক চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হক…
বৃষ্টি মানেই জানালাতে ডাগোর দুটি চোখ আলতা পায়ে নেল্পালিসে মাল্টি-কালার নখ জলের বুকে আঁকিবুঁকি ভাসছে আভিমান মুছেদিতে চাইছে আমাকে লেখা প্রিয় নাম হক বৃষ্টি হক বৃষ্টি হকনা ঝুম বৃষ্টি কুয়াশাতে যাক না ভিজে যাযাবর বৃষ্টি…
হৃদয় থেকে জলের মত ছল্কে পড়ুক শোক চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হক…
হাতের আঙুল জড়িয়ে থাকে আমবস্যার আকাশ আধার কেন অমন করে
আমার দিকে এমন করে তাকাস
তর দুটি চোখ খুঁড়েছিলও কবর আমার জন্য মানুবিনয় তুইত ছিলি এক বনু আরণ্য হক বৃষ্টি হক বৃষ্টি হকনা ঝুম বৃষ্টি কুয়াশাতে যাক না ভিজে যাযাবর বৃষ্টি…
হৃদয় থেকে জলের মত ছল্কে পড়ুক শোক চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হক…
বুকের ভিতর জলেরমত ছিল্কে পরছে শোক চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হক…
মেঘের জলে মন যদি তর হত মেঘের মত আমার মতো তুই ও জলে ভাসতি আবিরত…
হক বৃষ্টি হক বৃষ্টি হকনা ঝুম বৃষ্টি কুয়াশাতে যাক না ভিজে যাযাবর বৃষ্টি…
হৃদয় থেকে জলের মত ছল্কে পড়ুক শোক চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হক…
হক বৃষ্টি হক বৃষ্টি হকনা ঝুম বৃষ্টি কুয়াশাতে যাক না ভিজে যাযাবর বৃষ্টি…
হৃদয় থেকে জলের মত ছল্কে পড়ুক শোক চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হক…
Random Lyrics
- sain feat. nectar gang - dispiei lyrics
- mike ice, lil berg - what i want lyrics
- alexis feat. fido - energia (album version) lyrics
- tvnek - real talk lyrics
- bk feat. akira presidente - sem os verme pra secar lyrics
- angel inn levi - "where i belong" lyrics
- jeremih - copenhagen lyrics
- mc xuxú - desabafo lyrics
- christabel - seeing stars lyrics
- arman cekin - california dreaming (feat. paul rey) lyrics