obscure - unplugged lyrics
Loading...
ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই,
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।
রক্তে আমার মিইশা ছিল সুরের ছোয়া
হৃদয় দিয়া বাইয়া গেছি সংগীতের
খেয়া।
আশায় আশায় কাটলো জীবন ভর
পার হই নাই তবু সুর সাগর
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!
কিসের আশায় মন সপিলাম সুরেরই
মেলায়
কী পাইলাম আর কী হারাইলাম
সঙ্গীতের খেলায়।
কাইন্দা কাইন্দা বলে আমার মন
ভাংলো কেন সুরেরই স্বপন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!
সাদা কাফন পইড়া গেলাম আন্ধার
কবরে
রাইখা গেলাম আমারই গান তোমাদের
তরে।
আমায় মনে রাইখো চিরদিন
রঙ্গিন নেশায় কইরো না বিলীন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান…
Random Lyrics
- new device - highway lyrics
- rise against - i don't want to be here anymore lyrics
- 盛一倫 - 漩渦 lyrics
- twista - riding slow lyrics
- deadclown - conoce la carne lyrics
- denver mccord - how long ('til i see you again) lyrics
- gaash ninari - from the start lyrics
- teen top - warning sign lyrics
- wintersleep - amerika lyrics
- duffy as timi yuro - are you sure? lyrics