odd signature - prostab (প্রস্তাব) lyrics
গুনে গুনে দেখি অবেলার স্বপ্নটায়
আঁকা ছিলো কত শত কবিতায়
স্বপ্নের সেই কবিতার ছন্দতে
মিশে ছিলো তার হাসিমাখা ছবিটা
যা আঁকা ছিলো অদ্ভুত রঙ তুলি
যা জমা থাকে আমার মনে মাঝে।
বর হয়ে আমি চড়ছি ঘোড়ায়
আড়ালে তুমি লুকিয়ে আছো বৌ সাজে।
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়
তেমন সাহস নেই আমার
তোমাকে কিভাবে প্রস্তাব জানাই।
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়
তেমন সাহস নেই আমার ..
ও ওও ..
সেই কল্পনায় আঁকা আল্পনায়
তোমায় নিয়ে ভাবা শত জল্পনায়
তুমি আছো বলে বেঁচে আছে স্বপ্নটা
তোমায় নিয়ে লেখা এই কবিতা।
সেই কবিতার ছন্দটা তুমি
মিশে থাকা প্রতি অক্ষরে আমি
জানা নেই কি হতে পারে শেষটা
নিশ্চুপ কবি বসে লিখছে কবিতায়।
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়
তেমন সাহস নেই আমার
তোমাকে কিভাবে প্রস্তাব জানাই।
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়
তেমন সাহস নেই আমার ..
ও ওও ..
Random Lyrics
- pink luu - sms lyrics
- young 5150 - rehab lyrics
- kaze - no merece la pena lyrics
- cornerstone music (indonesia) - bapa kami (dan janganlah) lyrics
- die ärzte - hey huh (in scheiben) (live - wir wollen nur deine seele) lyrics
- duc3 - asshole (snippet) lyrics
- neitho - у микро (in micro) lyrics
- kyle - fly me out lyrics
- holydayyy - not my vibe lyrics
- nu_centri - function freestyle lyrics