oirabot - harano biggopti lyrics
Loading...
জেনেছো কি তোমরা আমি রোজ রাতে কই
হারিয়ে যাই অনেক দূর?
ভেবেছো কি তোমরা আমি নেশাতে বিভোর?
যা ভেবেছো ভুল, সবই ভুল
বলেছো কত কথা বিশ্রী অযথা
আমি করিনি অভিমান
পকেটে তার ছবি রাখেনি এই কবি
তাই সে হারিয়ে বিলান
একটি সুর হারিয়েছে, এইতো সেই দিন মাঝরাতে
খুঁজে পেলে কি কেউ সেই মূর্ছনা?
শোনো সুহৃদয় সুজন, আছে বিশেষ আকর্ষণ
খুঁজে দিলে পাবে আমার এই মনখানা
শোনো হে বন্ধু আমার শেষ অভিযোগ
হাঁটছি আমি এই পথেই রোজ
ভুলে যাও গো বন্ধু তোমার যত অভিমান
দাঁতভাঙা সব যুক্তি+প্রমাণ
কোনো সকাল বেলা একাকী একলা
আমি যদি বা চলে যাই
দুঃখ নেই তাতে নিজেকে হারাতে
তবু সে সুর আমার চাই
আমি ফিরে যাবো তাই পুরোনো সে ঠিকানায়
যেখানে রোদে+মেঘে কত রটনা
আমায় দাও আর কিছুক্ষণ, আমি পাল্টে নেবো মন
ধরো আমার এ হাত দুটো, ছেড়ো না
Random Lyrics
- meadows (band) - ursa minor (the little bear) lyrics
- dan haynes - replay lyrics
- springwell - it's for you lyrics
- jack davies and the bush chooks - orange peel lyrics
- shy kolbe - impostor lyrics
- 5mok3 w33d - go up lyrics
- tropkillaz - vem k me dá (part. marshmello & tmj) lyrics
- howl be quiet - 名脇役 (mei wakiyaku) lyrics
- danielle dax - touch piggy's eyes lyrics
- samanta & capital t - jena 2 lyrics