
old brigade - biday lyrics
[verse 1]
যা দেখার ছিলো, দেখোনি
যা বলার ছিলো, বোঝোনি
চাপা অভিমান আর তপ্ত ক্ষোভে
সংশয় আর সঙ্গোপনে
জানাই তোমায় বিদায়
[chorus]
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
[verse 2]
যা শোনার ছিলো, শোনোনি
যা বোঝার ছিলো, বোঝোনি
স্থির মন আর দৃঢ় চিত্তে
ম্লান হৃদয় উপেক্ষা করে
জানাই তোমায় বিদায়
[chorus]
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
[bridge]
চার দেয়াল জুড়ে নির্বাক হৃদয়
চমকে উঠে অস্থিরতায়
শীতল কালো স্বপ্নগুলো
ভেসে বেড়ায় নীরবতায়
[chorus]
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
যেতে দিতে হয়
Random Lyrics
- terabyt - space bar lyrics
- dj matrix - quelli della provincia lyrics
- jms - verdadeiro gowther lyrics
- rizzo gun - get up now lyrics
- andra măruţă - speranța mea lyrics
- mizo-h - ma nsada9ch lyrics
- fxrrvst - bad things lyrics
- sara martins - o esperado lyrics
- avie - pasatiempo lyrics
- zeno (nld) - vaar met me lyrics