azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

omer j music - ক্ষণিকের প্রেম - khoniker prem lyrics

Loading...

তোমার চোখে স্বপ্ন দেখেছি
এক মুহূর্তে ভালোবেসেছি
তোমার স্মৃতি হৃদয়ে সেই
ক্ষণিকের প্রেমের গল্প

রাতের দিনে যে ছায়া মিশে
মনটা যেনো হারিয়ে ফেলে
তোমার পথে চলেছি আমি
ক্ষণিকের প্রেমে ডুবে গেছে

ক্ষণিকের প্রেম
ক্ষণিক সুখ
একটি মুহূর্ত
সারাজীবন
তোমার হাত
আমার হাত
ক্ষণিকের প্রেমে বেঁধেছি মন

তুমি আমার আকাশের তারা
তুমি আমার হৃদয়ের আশা
তোমার আলোয় আলোকিত
ক্ষণিকের প্রেম
তুমি

ক্ষণিকের প্রেম
ক্ষণিক সুখ
একটি মুহূর্ত
সারাজীবন
তোমার হাত
আমার হাত
ক্ষণিকের প্রেমে বেঁধেছি মন
স্বপ্নের দেশে ভালবাসা খুঁজেছি
তোমার সাথে সেই পথে চলেছি
ক্ষণিকের প্রেম নিঃশেষ নয়
অন্তরে বেঁধে ভালবেসেছি



Random Lyrics

HOT LYRICS

Loading...