
omer j music - ebhabei kete jay lyrics
Loading...
ভালোবাসি বললে যদি হয়ে যায় ক্ষতি
তুমি হিনা স্তব্ধ আমার জীবনের গতি
আছি আমি নিয়ে তোমার হারানো স্মৃতি
দূর থেকে ভালোবাসো এ কেমন নীতি
ভালোবাসি বললে যদি হয়ে যায় ক্ষতি
তুমি হিনা স্তব্ধ আমার জীবনের গতি
আছি আমি নিয়ে তোমার হারানো স্মৃতি
দূর থেকে ভালোবাসো এ কেমন নীতি
এখনো কি বসে তুমি আমার অপেক্ষায়
তোমারো কি দিনগুলি এভাবেই কেটে যায়।।
ভেজা দুটি চোখের পাতা খুঁজে ফেরে সারাক্ষণ
নেই তুমি সাথে আমার লাগে যেন কেমন?
আছো তুমি অনেক দূরে, ফিরবে কখন?
ভালোবেসে আমায় জানি করবে আপন।
এখনো কি বসে তুমি আমার অপেক্ষায়
তোমারো কি দিনগুলি এভাবেই কেটে যায়।।
Random Lyrics
- aeons of ashes - resilience lyrics
- zoyou & m4lfoy - bienvenue à hill valley ! lyrics
- thomas anders - diamonds never made a lady (thomas' version - in the mix) lyrics
- yunglucky & jinatsu - untitled lyrics
- ed motta - parada de lucas lyrics
- carl smith - what a way to live lyrics
- xtha - the spider den lyrics
- d'wayne wiggins - r&b singer lyrics
- atefiina - poizon lyrics
- fripside - whitebird lyrics