
one beyond tomorrow (obt) - shokal lyrics
আকাশটা আজ রঙিন লাগে
মেঘগুলো হেসে যায়
দুপুর শেষে সন্ধ্যা এসে
তোমার ছবি এঁকে যায়
আকাশটা আজ রঙিন লাগে
মেঘগুলো হেসে যায়
দুপুর শেষে সন্ধ্যা এসে
তোমার ছবি এঁকে যায়
তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?
তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?
তোমার হাতের বাগানবিলাস
পাখির গানে বেজে ওঠে
সুরের টানে ডাকছো কি এ আমায়?
নিশীথ অন্ধকারে একা
যখন দেখি তোমার ছায়া
ভাবি আঁধার শেষে আলো হবে আবার
তোমার হাতের বাগানবিলাস
পাখির গানে বেজে ওঠে
সুরের টানে ডাকছো কি এ আমায়?
নিশীথ অন্ধকারে একা
যখন দেখি তোমার ছায়া
ভাবি আঁধার শেষে আলো হবে আবার
তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?
তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?
Random Lyrics
- dylannavoz - tropicana lyrics
- артур беркут (artur berkut) - цыганка (gypsy) lyrics
- boar carter - onda azul lyrics
- snxwphia - bleedin in the booth lyrics
- noyuniverse - bitrate_crush3 lyrics
- ejel (이젤) - 의리소녀 (loyal girl) lyrics
- vufcup - the year 2000 plus 25 lyrics
- nephu - call on me lyrics
- lemik golemik - cyferki lyrics
- eternolwarrior - baby girl lyrics