![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
owned - abahon lyrics
Loading...
[verse]
হঠাৎ একই শিহরণে ভেজা
চোখের তারারা, নিভে না
হঠাৎ উড়ে এসে
জ্বালিয়ে দাও দ্বিধা
চোখে চোখ ছুঁয়িয়ে
[chorus]
শোনো এই ছোঁয়া ধ্বনি
শোনো অনুভবে
দেখো এই মায়া ছবি
দেখো অনুভবে
[instrumental break]
[verse 2]
ঘোলাটে এ চাঁদ
নাকি হ্যালোজেনের মায়া?
কেটে যায় আবার
কুয়াশার এ চাদর
এই বাক্সে আঁটা মন
ডানা মেলছে আবার
উড়ে যায় কোথাও
কোনো এক অজানায়
[instrumental break]
[chorus]
শোনো এই ছোঁয়া ধ্বনি
শোনো অনুভবে
দেখো এই মায়া ছবি
দেখো অনুভবে
[guitar solo]
Random Lyrics
- iayze - she say it's giving lyrics
- feroe - l'enfant sad lyrics
- mark ian estrellado - death bed lyrics
- prospekti - mazda lyrics
- musta valo - yksin kaikkia vastaan lyrics
- sofaygo - #wave! lyrics
- josue xlord - ghxthic sex lyrics
- אביב גפן - at hakelev ve'ani - את הכלב ואני - aviv geffen lyrics
- nerø - infusion 132 lyrics
- ana castela - só não deixa saudade (ao vivo) lyrics