owned - siren lyrics
Loading...
[verse 1]
চোখে তার আঁধো আলো ছায়া মাখানো
মায়া জাল ভেসে ঢেউয়ে তার
সুবাসে মাতোয়ারা সদাই
তারই সুরে আমি ডুবে যাই গভীরে!
[chorus]
এই কামনা মিথ্যে সব
দেখেছি বৃথাই তলিয়ে যেতে
তবুও ডুবে যাই
গহনে আবার সুবাসে ভাসে
[guitar solo]
[verse 2]
আর এভাবেই
চেনা সকালে উঠে তীরে একা
একই অভাবে
ভাঙা জাহাজে বসে siren দেখা
[chorus]
এই কামনা মিথ্যে সব
দেখেছি বৃথাই তলিয়ে যেতে
তবুও ডুবে যাই
গহনে আবার সুবাসে ভাসে
[instrumental break]
এই কামনা মিথ্যে সব
দেখেছি বৃথাই তলিয়ে যেতে
তবুও ডুবে যাই
গহনে আবার সুবাসে ভাসে
Random Lyrics
- dank dzs - crime lyrics
- fairys - tried and true lyrics
- hatəm nəbioğlu - vətən lyrics
- otis ball - last present under the tree lyrics
- r.i.o. (deu) - summer eyes (extended mix) lyrics
- sting - moon over bourbon street (25 years) lyrics
- clayekea - stranger lyrics
- skyzzy - parle en monnaie // hors2lamama lyrics
- giles joseph - unit (2032) lyrics
- big ass truck - smokey and the b.a.t. lyrics