owned - siren lyrics
Loading...
[verse 1]
চোখে তার আঁধো আলো ছায়া মাখানো
মায়া জাল ভেসে ঢেউয়ে তার
সুবাসে মাতোয়ারা সদাই
তারই সুরে আমি ডুবে যাই গভীরে!
[chorus]
এই কামনা মিথ্যে সব
দেখেছি বৃথাই তলিয়ে যেতে
তবুও ডুবে যাই
গহনে আবার সুবাসে ভাসে
[guitar solo]
[verse 2]
আর এভাবেই
চেনা সকালে উঠে তীরে একা
একই অভাবে
ভাঙা জাহাজে বসে siren দেখা
[chorus]
এই কামনা মিথ্যে সব
দেখেছি বৃথাই তলিয়ে যেতে
তবুও ডুবে যাই
গহনে আবার সুবাসে ভাসে
[instrumental break]
এই কামনা মিথ্যে সব
দেখেছি বৃথাই তলিয়ে যেতে
তবুও ডুবে যাই
গহনে আবার সুবাসে ভাসে
Random Lyrics
- danielle bradbery - 4u - interlude lyrics
- rioma - reaper lyrics
- myke towers - compatibles lyrics
- cumberland quartet - there is still forgiveness at the cross lyrics
- 林家謙 (terence lam) - just carry on (l*underground live) lyrics
- ilya music - neon lyrics
- asimane - i'm ok lyrics
- don't panic - alicia lyrics
- cruormor - gone fishing (post-mortem ver.) lyrics
- siti nordiana - kasih mu seakan berubah lyrics