paban das baul & sam mills - nacho kali lyrics
নাচো গো, নাচো কালি, নাচো গো
নাচো গো, নাচো কালি, নাচো গো
আমারই বুকে না হয় শিবেরই বুকে
আমারই বুকে না হয় শিবেরই বুকে
নাচো গো, ও নাচো গো
নাচো গো, ও নাচো গো
নুপূরের সুরধ্বনি, বাজিবে ঐ রিনিঝিনি
নুপূরের সুরধ্বনি, বাজিবে ঐ রিনিঝিনি
আনন্দে ভরিবে ঐ দশদিকে, নাচো গো
নাচো গো, ও নাচো গো
নাচো গো, নাচো কালি, নাচো গো
ও নাচো গো
এলো+এলো+এলোকেশ, মেঘমালা
তুলিবে যে ঐ হাসিয়া+নাচিয়া, মাগো
কইবে মাভৈ, মাভৈ
হাসিবে দেবতাগণ, কাপিবে কাপিবে অসুরগণ
হাসিবে দেবতাগণ, কাপিবে অসুরগণ
নাচো কালি তুমি, নাচো কালি তুমি এই ভূ+লোকে
নাচো কালি তুমি এই ভূ+লোকে, নাচো গো
নাচো গো, ও নাচো গো
নাচো গো, নাচো কালি, নাচো গো
রক্তচন্দন আর রক্তজবা
দিলো পত্র সনে পাগলা ভবা
রক্তচন্দন আর রক্তজবা
দিলো পত্র সনে পাগলা ভবা
দেবো গো অঞ্জলি, জয় কালি, কালি, কালি, কালি
দেবো গো অঞ্জলি, জয় কালি, কালি, করো কালি
দেবো গো মা বলে ডেকে
দেবো গো মা বলে ডেকে
নাচো গো, নাচো কালি, নাচো গো
নাচো গো, নাচো কালি, নাচো গো
আমারই বুকে না হয় শিবেরই বুকে
আমারই বুকে না হয় শিবেরই বুকে
নাচো গো, নাচো কালি, নাচো গো
নাচো গো, নাচো কালি, নাচো গো
Random Lyrics
- good riddance - bobby baun lyrics
- tk (prt) - sete sóis sete luas lyrics
- ina - without you lyrics
- tom petty and the heartbreakers - supernatural radio (extended version) lyrics
- isaac turner - ibuprofen lyrics
- silverhead - this ain't a parody lyrics
- sinne eeg & thomas fonnesbæk - the streets of berlin lyrics
- artla - bentley truck lyrics
- chords of eve - july lyrics
- tanja lasch - alle farben meiner welt (new mix) lyrics