pallav kirtania - amader lajja nei lyrics
Loading...
আমাদের লজ্জা নেই,
আমাদের বুকের পাপে
দারুণ তাপে পুড়ছে মানুষ
লজ্জা নেই,
আমাদের লজ্জা নেই…
আগুনে পুড়ছে মানুষ,
দুটি শিশু এবং পিতা
আগুনও কি লজ্জা পেল,
লজ্জিত তোমার চিতা?
চিতাতে জ্যান্ত মানুষ
কাবাবের গন্ধ আসে,
ধর্ম মাংস খাবে
জিভ চাটে সে উল্লাসে
আমাদের কী যায় আসে,
ভোট দেব ধর্মকে
লজ্জা নেই,
আমাদের লজ্জা নেই…
নেতারা ধর্ম শেখান
কেউ ডান কেউ বাঁ হাতে,
শিশুদের ঝলসানো শব্দ
আমাদের পান্তাভাতে!
পান্তা রাজ জোটে না
আমাদের সবার পাতে
তবু ফের দম দেব ভাই
ধর্মের গঞ্জিকাতে…
আমি জানি শুধুই মানুষ
ধর্মের ধার ধারিনা।
গাব তাই অধর্ম গান,
বল তুমি আসবে কিনা!
যে আগুনে পুড়ল শিশু
গান লিখি সেই আগুনেই
লজ্জা দিই,
এস আজ লজ্জা দিই
অধর্ম গানে গানে
প্রাণে প্রাণে লজ্জা দিই
গানে গানে লজ্জা দিই,
প্রাণে প্রাণে লজ্জা দিই
ধর্মকে লজ্জা দিই
Random Lyrics
- dream girl - bad bizness lyrics
- super junior - 엉뚱한 상상 (white christmas) lyrics
- stark of huey - october freestyle lyrics
- sebastian roca - drinking on my own lyrics
- xarles siebent - kilimanjaro lyrics
- hours at hand - into the fray lyrics
- sting & shaggy - night shift lyrics
- shillz tex - say no more lyrics
- boiz - sakura lyrics
- arturo leyva - cumbia americana lyrics