paloma majumder - aami shei manushta aar nei - reprise (female) lyrics
Loading...
[verse 1]
পৃথিবীর কলতান সমবেত সুরে
সবকিছু ফেলে আজ চলে যাবো দূরে
আমি সেই মানুষটা নেই
আমি সেই মানুষটা নেই
[verse 2]
আধখানা ইতিহাস পড়ে থাকে পথে
বাকিটুকু ভুলে যেও তুমি কোনোমতে
আমি সেই মানুষটা নেই
তলিয়ে গেছি চোরাবালিতে
চোখে জল আসে না আর
খুবই তুচ্ছ এ ব্যপার
আমি এগিয়ে যাই এবার
[verse 3]
সময়ের কাছে নতজানু হয়ে
অনুতাপে ক্ষয়ে ক্ষয়ে
সব যন্ত্রণা রাগে ছিলো সয়ে
আমার মুখটি খুঁজি মহাকাশে
স্মৃতি ম্লান মুখে হাসে
শেষ ভরসা ফেরায় অনায়াসে
Random Lyrics
- navyxower - who are you to question the things that i do lyrics
- maurice moore - memrise. lyrics
- eros white - piel lyrics
- pullredit - зима (winter) lyrics
- анмаск (anmask) - не нормис (not normal) lyrics
- coobie - rebound lyrics
- serco - yok ki şansim lyrics
- pj aviles - bien lyrics
- boobie lootaveli - el gacha lyrics
- duke ellington - i can't get started lyrics