![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
paloma majumder - aami shei manushta aar nei - reprise (female) lyrics
Loading...
[verse 1]
পৃথিবীর কলতান সমবেত সুরে
সবকিছু ফেলে আজ চলে যাবো দূরে
আমি সেই মানুষটা নেই
আমি সেই মানুষটা নেই
[verse 2]
আধখানা ইতিহাস পড়ে থাকে পথে
বাকিটুকু ভুলে যেও তুমি কোনোমতে
আমি সেই মানুষটা নেই
তলিয়ে গেছি চোরাবালিতে
চোখে জল আসে না আর
খুবই তুচ্ছ এ ব্যপার
আমি এগিয়ে যাই এবার
[verse 3]
সময়ের কাছে নতজানু হয়ে
অনুতাপে ক্ষয়ে ক্ষয়ে
সব যন্ত্রণা রাগে ছিলো সয়ে
আমার মুখটি খুঁজি মহাকাশে
স্মৃতি ম্লান মুখে হাসে
শেষ ভরসা ফেরায় অনায়াসে
Random Lyrics
- snelle & thomas acda - rock ’n roll in nederland lyrics
- punkinloveee - shark or sea stvr lyrics
- luh jaydo - time after time lyrics
- m.g.l. - espresso lyrics
- lepa brena - i da odem iza leđa bogu lyrics
- bj the chicago kid - we'll be alright (outro) lyrics
- luis fonsi - siempre recordaras lyrics
- v-3 (columbus, oh) - swim across the ocean lyrics
- lore rangel - alma lyrics
- elín hall - rauðir draumar (fyrir kvikmyndina ”kuldi”) lyrics