![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
papon - roddur lyrics
আজ খুব মেঘ করুক
টিপটিপ সারাদিন
যেখানে জল পাই তোর চিবুক
আর ইচ্ছেরা স্বাধীন
আজ খুব মেঘ করুক
টিপটিপ সারাদিন
যেখানে জল পাই তোর চিবুক
আর ইচ্ছেরা স্বাধীন
চুপি চুপি
এএএএএএএ আয়!
এএএএএএএ আয়!
দেখ তোর জন্যে
রোদ্দুর নামিয়েই পর্দা টাঙানো
কোথ্যাও মন নেই
সবচেয়ে দামী এই
কথা জানানো
দেখ তোর জন্যে
রোদ্দুর নামিয়েই পর্দা টাঙানো
কোথ্যাও মন নেই
সবচেয়ে দামী এই
কথা জানানো
যেখানে ঠোটের মন
জানে ঠোট
যেখানে চোখের নাম রেইনকোট
কেউ তো জানবে না কোনদিন
কিভাবে আদরে বাড়ে চোট
চুপি চুপি
এএএএএএএএ আয়!
এএএএএএএএ আয়!
দেখ তোর জন্যে
রোদ্দুর নামিয়েই পর্দা টাঙানো
কোথ্যাও মন নেই
সবচেয়ে দামী এই
কথা জানানো
মেঘেরা বাজালে সেক্সোফোন
যদি না ভিজিস মিথ্যে শ্রাবণ
দানে দানে এই খেলা জমুক
কানে কানে একটা কথা শোন
চুপি চুপি
এএএএএএএএ আয়!
এএএএএএএএ আয়!
দেখ তোর জন্যে
রোদ্দুর নামিয়েই পর্দা টাঙানো
কোথ্যাও মন নেই
সবচেয়ে দামী এই
কথা জানানো
আজ খুব মেঘ করুক
টিপটিপ সারাদিন
যেখানে জল পাই তোর চিবুক
আর ইচ্ছেরা স্বাধীন
আজ খুব মেঘ করুক!
এএএএএএএ আয়!
এএএএএএএ আয়!
দেখ তোর জন্যে
রোদ্দুর নামিয়েই পর্দা টাঙানো
কোথ্যাও মন নেই
সবচেয়ে দামী এই
কথা জানানো
দেখ তোর জন্যে
রোদ্দুর নামিয়েই পর্দা টাঙানো
কোথ্যাও মন নেই
সবচেয়ে দামী এই
কথা জানানো
দেখ তোর জন্যে
রোদ্দুর নামিয়েই পর্দা টাঙানো
কোথ্যাও মন নেই
সবচেয়ে দামী এই
কথা জানানো
Random Lyrics