parijat sarkar - bohudur lyrics
Loading...
কাজলের নিচে রাখা অভিমান
টিপের আড়ালে ওই কোন মুখ।
বারে বারে চিনে তবু ফেরে হায়
চোখের জলেতে রাখা সেই সুখ।
আমি বসে আঁধারের সাথে এই হায়
জোছনার সুরে বাঁধি এই সুর।
নালিশের তীরে করা আবদার
কাছে এসে চলে যায় বহুদূর।
না, না না,না না না, না না না না।
না, না , না না না , রা রা রি রে।
না না , না না না, না না না না।
হৃদয়ের ঝড়ে ভাঙে এই মন
ভূলেরা ফিরে আসে বারবার।
অভিমান করে একা থাকা বাকা চাঁদ
আবেগের জলে ভরে মুখ তার।
আমি বসে আঁধারের সাথে এই হায়
জোছনার সুরে বাঁধি এই সুর
নালিশের তীরে করা আবদার
কাছে এসে চলে যায় বহুদূর।।
না ___ না না___।।
Random Lyrics
- ashton heights - tension lyrics
- synonym - буквы ( letter) snippet lyrics
- kygo & sigrid - the feeling lyrics
- justdeuce - who i am lyrics
- orhan gencebay - yakılacak yara (içtim) lyrics
- grigo - ei tarvii huolii lyrics
- cahli blakers - the kids are cool but they’re not okay lyrics
- ferruccio busoni - unter der linden lyrics
- parallyx - walk away lyrics
- mc cubed - hyperactive psychopath lyrics