parijat sarkar - bohudur lyrics
Loading...
কাজলের নিচে রাখা অভিমান
টিপের আড়ালে ওই কোন মুখ।
বারে বারে চিনে তবু ফেরে হায়
চোখের জলেতে রাখা সেই সুখ।
আমি বসে আঁধারের সাথে এই হায়
জোছনার সুরে বাঁধি এই সুর।
নালিশের তীরে করা আবদার
কাছে এসে চলে যায় বহুদূর।
না, না না,না না না, না না না না।
না, না , না না না , রা রা রি রে।
না না , না না না, না না না না।
হৃদয়ের ঝড়ে ভাঙে এই মন
ভূলেরা ফিরে আসে বারবার।
অভিমান করে একা থাকা বাকা চাঁদ
আবেগের জলে ভরে মুখ তার।
আমি বসে আঁধারের সাথে এই হায়
জোছনার সুরে বাঁধি এই সুর
নালিশের তীরে করা আবদার
কাছে এসে চলে যায় বহুদূর।।
না ___ না না___।।
Random Lyrics
- the wiggles - dancing in the sand lyrics
- tek lintowe - the billions lyrics
- the wiggles - teddy bear hug lyrics
- giulio caccini - tu ch'hai le penne amore lyrics
- brass knuckle & chilli vanilli - keiner weiß etwas (pastiche/remix/mashup) lyrics
- ministério atos2 - pode queimar lyrics
- dragana mirković - nismo uspeli mi lyrics
- alley gang - мишаня кузнецов (mishanya kuznecov) lyrics
- love spirals downwards - noumenon lyrics
- blesss (rus) - меланхолия (melancholy) lyrics