paromita chagtterjee - aamar moner koner baire lyrics
Loading...
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি ॥
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
তখনো কুহেলীজালে,
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান—
তবু এখনি যাবে কি চলি ।
এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান—
তবু এখনি যাবে কি চলি
ও মোর করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি ॥
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
Random Lyrics
- tine silke - tæt på mig lyrics
- 王心凌 - 敢要敢不要 lyrics
- jeremih feat. migos - giv no fuks lyrics
- noah young - by your side (acoustic) lyrics
- anja elena viken - hobbynarkoman lyrics
- drake mc - never forget lyrics
- milczenie owiec - przyjdą tu lyrics
- clover - besa lyrics
- snakeline feat. radio - no body lyrics
- josefin winther - flowers lyrics