petty never grew - na bola golpo lyrics
Loading...
[verse 1]
রাগ চোখে, বহুল বাণীতে
এই অসময় আসে+যায় মহাযুদ্ধর আশায়
দাম দেয় না তারা, দামী নই যারা
তবু বুকে ভয় আসে+যায় কারোর অনুপ্রেরণায়
[pre+chorus]
এখনো ভেবে বলো
এই যুদ্ধের শেষ কি নেই?
[chorus]
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
[verse 2]
শ্বাস নিয়ে দেখো, আঁধারে থেকো না
হারিয়ে যাবে সময় হাতের মুঠো থেকে
কেউ পড়ে থাকে না, কেউ পুঁড়বেও না
শুধু ভালোবাসায় ভরে উঠবে সকল চেতনা
[pre+chorus]
এখনো ভেবে বলো
এই যুদ্ধের শেষ কি নেই?
[chorus]
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
[guitar solo]
না বলা গল্পে
না বলা গল্পে
না বলা গল্পে
Random Lyrics
- lambchop - a major minor drag lyrics
- crazy rhino - goza lyrics
- skorpion - вспоминаю (remember) lyrics
- the worship initiative - i need thee every hour lyrics
- a rather bright light - spiderweb lyrics
- ivan$ito - tiempo lyrics
- mc igu - aécio cheira pó (freestyle) lyrics
- mt. joy - bang lyrics
- lil gaz - lily lyrics
- ethan bortnick - engravings lyrics