azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

petty never grew - ononto bikel lyrics

Loading...

গল্পের মাঝে লুকিয়ে এসে,
কেন দূরে গেলে?
ভাবছি কখনো আসবে কি?
তুমি অনন্ত জীবন,
তুমি অনন্ত বিকেল।
চোখের জল মুছে তোমায় ভুলতে চাই সময় আমার আর থেমে নয়,
রং গুলো সব আজ প্যালেটে পালিত।
কখনো আবার আসবে কি?
তুমি অনন্ত জীবন, তুমি অনন্ত বিকেল।
অনন্ত জীবন, অনন্ত বিকেল।।



Random Lyrics

HOT LYRICS

Loading...