azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

pijushkanti sarkar - hemante kon basanteri bani lyrics

Loading...

হেমন্তে কোন বসন্তেরই বাণী
পূর্ণশশী ওই-যে দিল আনি॥

বকুল ডালের আগায় জ্যোৎস্না
যেন ফুলের স্বপন লাগায়।

কোন গোপন কানাকানি
পূর্ণশশী ওই-যে দিল আনি॥

আবেশ লাগে বনে
শ্বেতকরবীর অকাল জাগরণে।

ডাকছে থাকি থাকি ঘুমহারা
কোন নাম-না-জানা পাখি।

কার মধুর স্মরণখানি
পূর্ণশশী ওই-যে দিল আনি॥

হেমন্তে কোন বসন্তেরই বাণী
পূর্ণশশী ওই-যে দিল আনি॥



Random Lyrics

HOT LYRICS

Loading...