pijushkanti sarkar - hemante kon basanteri bani lyrics
Loading...
হেমন্তে কোন বসন্তেরই বাণী
পূর্ণশশী ওই-যে দিল আনি॥
বকুল ডালের আগায় জ্যোৎস্না
যেন ফুলের স্বপন লাগায়।
কোন গোপন কানাকানি
পূর্ণশশী ওই-যে দিল আনি॥
আবেশ লাগে বনে
শ্বেতকরবীর অকাল জাগরণে।
ডাকছে থাকি থাকি ঘুমহারা
কোন নাম-না-জানা পাখি।
কার মধুর স্মরণখানি
পূর্ণশশী ওই-যে দিল আনি॥
হেমন্তে কোন বসন্তেরই বাণী
পূর্ণশশী ওই-যে দিল আনি॥
Random Lyrics
- los llopis - la gorda lyrics
- wanda - 0043 lyrics
- jamie cullum - trippin' up lyrics
- eli sostre - runway lyrics
- wrabel & magical thinker - it's you lyrics
- scalpel boys - irememberwhenmybiggestfearwasdying lyrics
- dead! - up for ran$om lyrics
- kurt darren - nikita lyrics
- dev - come at me lyrics
- passenger - setting suns lyrics